শীতলপুর স্টিলের পাঁচ পরিচালককে শোকজ

২৩৪ কোটি টাকা ঋণ খেলাপি মামলা

আজাদী প্রতিবেদন | বুধবার , ১৭ মে, ২০২৩ at ৫:৫৪ পূর্বাহ্ণ

ওয়ান ব্যাংক আগ্রাবাদ শাখার ২৩৪ কোটি টাকা ঋণ খেলাপির মামলায় সীতাকুণ্ডের শীতলপুর অটো স্টিল মিলস লিমিটেডের পাঁচ পরিচালককে শোকজ করেছেন আদালত। কেন তাদের প্রত্যেকের বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হবে না তা আগামী ৩১ মে পাসপোর্টসহ আদালতে উপস্থিত হয়ে কারণ দর্শাতে বলা হয়েছে। পাঁচ পরিচালক হলেন মো. নাজিম উদ্দিন, মো. জসিম উদ্দিন, মুহাম্মদ জানে

আলম, মো. হোসেন ও মো. মাহবুব আলম। এর আগে ব্যাংকের পক্ষ থেকে দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করা হয়।

গতকাল চট্টগ্রামের অর্থঋণ আদালতের বিচারক মুজাহিদুর রহমান এই আদেশ দেন। আদালতের বেঞ্চ সহকারী রেজাউল করিম আজাদীকে এ তথ্য নিশ্চিত করে বলেন, আদেশে বিচারক আরো বলেছেন, আগামী ৩১ মের মধ্যে যাতে পাঁচ পরিচালক দেশত্যাগ করতে না পারে সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে আদেশের কপি বাংলাদেশ পুলিশের স্পেশাল পুলিশ সুপার (ইমিগ্রেশন) বরাবর প্রেরণ করা হোক। আদালতসূত্র জানায়, গত ১৩ এপ্রিল শীতলপুর অটো স্টীল মিলস লিমিটেডের পাঁচ পরিচালকের বিরুদ্ধে ওয়ান ব্যাংক আগ্রাবাদ শাখা অর্থঋণ মামলাটি দায়ের করেন।

পূর্ববর্তী নিবন্ধসম্মেলনের ৫ মাস পরও হয়নি পূর্ণাঙ্গ কমিটি
পরবর্তী নিবন্ধসাময়িক হিসাবে মাথাপিছু আয় সামান্য কমে ২৭৬৫ ডলার