সীতাকুণ্ডের শীতলপুর লোকনাথ ব্রহ্মচারী সেবাশ্রম ও গীতা শিক্ষা কেন্দ্রের উদ্যোগে লোকনাথ ব্রহ্মচারী ২৯৫তম আবির্ভাব উৎসব গত ৫ সেপ্টেম্বর সেবাশ্রম প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে পৌরহিত্য করেন অধ্যক্ষ গোবিন্দ ব্রহ্মচারী। সেবাশ্রম পরিচালনা পরিষদের সভাপতি রবিন সাহার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বিশ্বজিৎ পালের সঞ্চালনায় গীতা বিষয়ক সেমিনারে আশীর্বাদক ও মঙ্গল প্রদীপ প্রজ্বালন করেন সন্তোষানন্দ ব্রহ্মচারী। প্রধান অতিথি ছিলেন সিনিয়র সহকারী জজ ও জেলা লিগ্যাল এইড অফিসার রূপন কুমার দাশ। অতিথি ছিলেন সিএমপির সহকারী পুলিশ কমিশনার দেবব্রত কর দেবু। মূখ্য আলোচক ছিলেন অধ্যাপক স্বদেশ চক্রবর্তী। বিশেষ অতিথি ছিলেন জনতা ব্যাংকের সাবেক ডিজিএম শম্ভু দাশ, সনাতন ধর্মচর্চা ছাত্র পরিষদের পরিচালক দয়ালহরি দেবনাথ, ব্যবসায়ী আর.কে রাজু, সমাজসেবক রুবেল দাশ, সমাজসেবক রাজ কুমার দেব। প্রেস বিজ্ঞপ্তি।












