শিয়াল কুকুরের ঝগড়া

সুজন দাশ | বুধবার , ২১ জানুয়ারি, ২০২৬ at ১০:৪৮ পূর্বাহ্ণ

ভাঙলো বেড়া শিয়াল চাষির বাড়ি,

পেটের ক্ষুধাপ্রাণ বুঝি যায় ছাড়ি!

মুরগিগুলো উঠলে ভয়ে ডেকে,

বুঝে কুকুর অমনি এলো হেঁকে!

পালায় শিয়াল কুকুর পিছে ছোটে,

খাল পেরিয়ে অন্য পাড়ে ওঠে!

বলল কুকুর,-’পাজির বেটা পাজি,

বড় বাঁচা বাঁচলি যে তুই আজি।’

ভুলেও যদি এ পথ মাড়াস ভায়া,

সেদিন এমন দেখবি না আর মায়া!

যম হয়ে তোর রইবো পাশে খাড়া,

দেখব তোকে,- বাঁচায় এসে কারা?

শিয়াল বলে,-’ চাইনা এমন মায়া,

বল তো খুলে তোর কী আছে হায়া?

মানুষকে তুই যাস ভুলিয়ে ছলে,

পশু হয়েও থাকিস ওদের দলে।

পূর্ববর্তী নিবন্ধশীতের বুড়ি
পরবর্তী নিবন্ধকৃষক