শিহান কাপ উন্মুক্ত কারাতে প্রতিযোগিতা সম্পন্ন

| সোমবার , ২৭ ফেব্রুয়ারি, ২০২৩ at ১১:০৬ পূর্বাহ্ণ

চট্টগ্রামের কারাতে সংগঠন হোনকে সোতোকান কারাতে দো এসোসিয়েশনের ব্যবস্থাপনায় এবং জাপান কারাতে এসোসিয়েশন ওয়াল্ড ফেডারেশন বাংলাদেশের সহযোগিতায় আয়োজিত প্রথম শিহান কাপ উন্মুক্ত কারাতে প্রতিযোগিতা গত শুক্রবার সম্পন্ন হয়েছে। চট্টগ্রামের ১৫টি কারাতে ক্লাবের ৪ শতাধিক প্রতিযোগী ৩ টি পৃথক ডিসিপ্লিনের ৭৫ টি ক্যাটাগরিতে দিনব্যাপী এই প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে।

এতে ৪৭টি স্বর্ণপদক নিয়ে ফ্রেন্ডস ক্লাব কারাতে একাডেমি প্রথম স্থান অর্জণ করে। কারাতে স্কুল ফুলকি ও ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল এন্ড কলেজ যথাক্রমে ৯টি ও ৬টি স্বর্ণপদক নিয়ে ২য় ও ৩য় স্থান লাভ করে। প্রতিযোগীতায় প্রধান অতিথি ছিলেন ফ্রেন্ডস ক্লাবের সভাপতি মো. নাসিরউদ্দিন। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার কারাতে কমিটির চেয়ারম্যান আরিফুর রহমান।

প্রতিযোগিতাটির পরিচালক শিহান রতন তালুকদার চট্টলার কারাতের মান উন্নয়নে আগামীতেও আন্তর্জাতিক মানসম্পন্ন এমন আরো প্রতিযোগীতা আয়োজনের আশাব্যক্ত করেন। মেগা ইভেন্টির প্রযুক্তিগত পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন এইচএসকেএ এর প্রযুক্তিগত পরিচালক সেন্সি তীর্থ তালুকদার।

পূর্ববর্তী নিবন্ধঅনি স্মৃতি টেবিল টেনিস লিগে অংশগ্রহণকারী দলসমূহের জ্ঞাতার্থে
পরবর্তী নিবন্ধযুব গেমস দাবায় আরেকটি স্বর্ণ চট্টগ্রাম বিভাগের