শিশু সাহিত্যিক রমজান আলী মামুন স্মরণে বিনোদন রঙের উদ্যোগে এক স্মরণ সভা গত ৩০ সেপ্টেম্বর চট্টগ্রাম একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত হয়। আলী আহমেদ শাহীনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন শিশু সাহিত্যিক ও সাংবাদিক রাশেদ রউফ। আবৃত্তিশিল্পী দিলরুবা খানমের সঞ্চালনায় ও নাসির হোসাইন জীবনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্মৃতি চারণ করেন সাংবাদিক বিপুল বড়ুয়া, গল্পকার জিন্নাহ চৌধুরী, অধ্যাপক বদরুননেসা সাজু, মুহাম্মদ নুরুল আবছার, হাসান জাহাঙ্গীর, ফারুক হাসান, নাজিম উদ্দিন এ্যানেল, ড. আহমেদ মাওলা, কবি গোফরান উদ্দিন টিটু, ইমরান সোহেল। বক্তারা বলেন, শিশু সাহিত্যিক রমজান আলী মামুন ছিলেন অনন্য প্রতিভার অধিকারী। তিনি কাজ করে গেছেন নীরবে নিভৃতে। তাঁর স্মৃতিকে ধরে রাখার জন্য সভায় উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়। সভা শেষে মুনাজাত পরিচালনা করেন মুজিবুর রহমান। প্রেস বিজ্ঞপ্তি।