শিশু শিক্ষার্থীদের অতিরিক্ত পানি পান করিয়ে শাস্তি শিক্ষক বরখাস্ত

| বৃহস্পতিবার , ১৩ অক্টোবর, ২০২২ at ৭:৩৩ পূর্বাহ্ণ

বরিশালে ছয় শিশু শিক্ষার্থীকে অতিরিক্ত পানি পান করিয়ে শাস্তি দেওয়ার অভিযোগে এক শিক্ষককে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। গতকাল বুধবার ওই শিক্ষককে বরখাস্ত করা হয় বলে শিক্ষাপ্রতিষ্ঠানটির অধ্যক্ষ খোন্দকার অলিউল ইসলাম জানান। খবর বিডিনিউজের।
বরখাস্ত মনোয়ারুল ইসলাম মামুন বরিশাল কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক। যদিও তার দাবি, শাস্তির উদ্দেশ্যে নয় বরং ‘ফান করেই’ ওই শিক্ষার্থীদের পানি পান করতে বলেছিলেন তিনি।
অধ্যক্ষ অলিউল ইসলাম জানান, মনোয়ারুল ইসলাম মামুনের বিরুদ্ধে ইংরেজি বিষয়ে ‘বাড়ির কাজ’ না করায় তৃতীয় শ্রেণির ছয় শিক্ষার্থীকে অতিরিক্ত পানি পান করিয়ে শাস্তি দেওয়ার অভিযাগ করেন এক অভিভাবক। এর পরিপ্রেক্ষিতে মামুনকে সাময়িকভাবে বরখাস্ত ও কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। ঘটনা তদন্তে সদর উপজেলার নির্বাহী কর্মকর্তাকে দিয়ে এক সদস্যের কমিটি করা হয়েছে। খোন্দকার অলিউল বলেন, শাস্তি পাওয়া ছয় শিক্ষার্থীর মধ্যে দুই শিক্ষার্থী বিদ্যালয়ে না আসায় বাসায় গিয়ে তাদের দেখে আসি। তবে এখন তারা সুস্থ আছে।
মাহামুদুন নবী সুমন নামে এক অভিভাবক বলেন, ক্লাসে হোমওয়ার্ক না করার অপরাধে শিক্ষক মনোয়ারুল ইসলাম শিক্ষার্থীদের অতিরিক্ত পানি পান করতে বাধ্য করেন। এতে আমার ছেলেসহ বেশ কয়েকজন শিক্ষার্থী অসুস্থ হয়েছে। তবে আমার সন্তান সুস্থ থাকলেও দুই শিশু বুধবার স্কুলে যেতে পারেনি। অসুস্থ এক শিক্ষার্থীর বাবা বুধবার সকালে অধ্যক্ষের কাছে অভিযোগ দিয়েছে। শাহানাজ পারভীন নামের আরেক অভিভাবক বলেন, সন্তানরা ভয়ে প্রথমে বিষয়টি বাসায় বলেনি। এরপর জিজ্ঞেস করলে জানায়, মঙ্গলবার ইংরেজি ক্লাসে হোমওয়ার্ক করে নিয়ে না যাওয়ায় শিক্ষক মনোয়ারুল ইসলাম মামুন তাদের পানি পান করিয়ে শাস্তি দেন। বিষয়টি জানার পর অধ্যক্ষ স্যার বাসায় এসে খোঁজ-খবর নিয়েছেন।
সহকারী শিক্ষক মনোয়ারুল ইসলাম মামুন বলেন, শাস্তি নয়, অনেকটা ফান করেই তাদের পানি পান করতে বলেছিলাম। ওরা এতটা পানি পান করবে তা বুঝতে পারিনি। যদিও ওরা নিজেদের পট থেকেই পান করেছে।

পূর্ববর্তী নিবন্ধবাংলাদেশ যাতে দুর্ভিক্ষের মুখোমুখি না হয় সেজন্য প্রস্তুত থাকুন : প্রধানমন্ত্রী
পরবর্তী নিবন্ধমীরসরাইয়ে প্রতিপক্ষের হামলায় ১০ নেতাকর্মী আহত হওয়ার অভিযোগ বিএনপির