চান্দগাঁও মোহরায় চাঞ্চল্যকর শিশু রহিম হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ ও ইসলামী ছাত্রসেনা মোহরা ওয়ার্ড শাখার উদ্যোগে গতকাল শুক্রবার বাদে জুমা পশ্চিম মোহরা গোলাপের দোকান চত্বরে এক মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ মোহরা ওয়ার্ড সভাপতি এম.এন.আবছারের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ চান্দগাঁও থানা সভাপতি মোরশেদুল ইসলাম বলেন, সমাজকে অপরাধ মুক্ত করতে হলে নিরপেক্ষতার সাথে আইনের বাস্তবায়ন প্রয়োজন। শিশু রহিমের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না হলে জনমনে আইনের প্রতি অশ্রদ্ধা সৃষ্টি হবে। শিশু রহিমের পিতা মুহাম্মদ সেলিম বলেন, আমি আমার ছেলে হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি ফাঁসি চাই, যেন আর কোন পিতার সন্তান হারা হতে না হয়। মানববন্ধনে বিশেষ অতিথি ছিলেন মুহাম্মদ শহিদুল ইসলাম, মাওলানা রফিক, সমাজ সেবক হাবিবুর রহমান, মুহাম্মদ আলী, সাহেদ, সামাজিক সংগঠন তোহফার সদস্য মুজিব চৌধুরী, মুহাম্মদ হাছান। প্রধান বক্তা ছিলেন ইসলামী ছাত্রসেনা চট্টগ্রাম মহানগর শাখার সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদুল ইসলাম রাসেল, মুহাম্মদ শহিদুল ইসলাম, ফারহানুল ইসলাম কাউছার, আল আমিন, কামরুল, রিয়াদ মামুন, ফখরুল সাজ্জাদ, শামিল হাছান, আবু বকর, জুয়েল, মাসুদ, মুরাদ প্রমুখ।












