শিশু বলাৎকারের দায়ে কক্সবাজারে ভণ্ড মৌলভীর যাবজ্জীবন

কক্সবাজার প্রতিনিধি | রবিবার , ৭ ফেব্রুয়ারি, ২০২১ at ১০:২৫ অপরাহ্ণ

কক্সবাজারের ঈদগড়ের একটি মসজিদের ভেতরে রাতের বেলায় ঘুমন্ত এক শিশুকে বলাৎকারের দায়ে এক ভণ্ড মৌলভীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও অর্ধ লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করেছে আদালত।
আজ রবিবার (৭ ফেব্রুয়ারি) সকালে কক্সবাজারের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ জজ) জেবুন্নেসা আয়শা এ রায় প্রদান করেন।
এছাড়া অর্থদণ্ড অনাদায়ে আসামীকে আরো এক বছরের কারাদণ্ডাদেশ দেয়া হয়।
সাজাপ্রাপ্ত আসামী ভণ্ড মৌলভী মনছুর আলম কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁও থানার ইসলামাবাদ ইউনিয়নের মধ্যম গজালিয়া এলাকার আবদুল মজিদের ছেলে।
২০১৮ সালের ৭ জুলাই রাতে রামুর ঈদগড়ের একটি মসজিদে ঘুমন্ত ১০ বছর বয়সী এক শিশুকে বলাৎকার করে।
শিশুটি কোরআন শিক্ষা নিতে এসে বৃষ্টির কারণে বাড়ি ফিরতে না পারায় রাতের বেলায় মসজিদেই ঘুমিয়ে পড়ে।
সেই মসজিদে শিশুদের কোরআন শিক্ষার দায়িত্ব ছিল ভণ্ড মৌলভী মনছুর আলমের।
এ ঘটনায় শিশুটির পিতা বাদী হয়ে ঐ ভণ্ড মৌলভীকে আসামী করে ১০ জুলাই রামু থানায় একটি মামলা দায়ের করেন।
নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়েরকৃত উক্ত মামলায় আসামীকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দেয়া হয়। আসামী নিজের দোষ স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।
২০১৯ সালের ১৯ ফেব্রুয়ারি আদালতে আসামীর বিরুদ্ধে চার্জ গঠন করা হয়।
পরবর্তীতে মামলাটি দীর্ঘ শুনানি শেষে আজ রবিবার রায় প্রদান করা হয়।
রায়ে অর্থদণ্ড আদায়ের জন্য সাজাপ্রাপ্ত আসামীর স্থাবর ও অস্থাবর সম্পত্তি ক্রোক ও বাজেয়াপ্ত করতে জেলা কালেক্টরকে (ডিসি) নির্দেশ দেওয়া হয়েছে।
আসামীর সম্পত্তি প্রকাশ্যে বিক্রি করে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২’তে জমা দিতেও বলা হয়। এ টাকা ক্ষতিপূরণ বাবদ বলাৎকারের শিকার শিশুটিকে প্রদান করতেও উল্লেখ করা হয় রায়ে।

পূর্ববর্তী নিবন্ধমেয়ার্সের ডাবল সেঞ্চুরিতে ইন্ডিজের জয়
পরবর্তী নিবন্ধশহরে নতুন করে সাত স্থানে হবে গণশৌচাগার