শিশু পুত্রের সামনে মারা গেলেন মা

সিএনজিকে ট্রাকের ধাক্কা

বাঁশখালী প্রতিনিধি | শনিবার , ৫ জুন, ২০২১ at ৫:৫৪ পূর্বাহ্ণ

বাঁশখালীর প্রধান সড়কের সাধনপুর ইউপির বানীগ্রাম নামক স্থানে একটি ট্রাকের ধাক্কায় সিএনজি টেঙি যাত্রী এক নারী নিহত ও তার শিশুপুত্র আহত হয়েছে। একই ঘটনায় গুরুতর আহত হন সিএনজি চালকও। গতকাল শুক্রবার দুপুর পৌনে ১টার দিকে সংঘটিত ঘটনায় নিহত নারীর নাম সোহাগ বেগম (৩০)। তিনি মহেশখালী মাতারবাড়ী এলাকার মো. শফির স্ত্রী। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বানীগ্রামে চট্টগ্রামের মইজ্জারটেক থেকে মহেশখালীগামী একটি সিএনজি টেক্সির সঙ্গে চট্টগ্রামমুখী ট্রাকের (নারায়ণগঞ্জ-ঢ ১১-০০৯৮) মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই সোহাগা বেগম প্রাণ হারান। এ সময় অটোরিঙা চালকসহ নিহতের শিশু পুত্র আল আমিন (১০) গুরুতর আহত হয়।
বাঁশখালী রামদাশ মুন্সিরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের এস আই রাকিবুল ইসলাম বলেন, ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষের ঘটনায় আহত শিশুটিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার পর পর ট্রাকচালক ও হেলপার পলাতক রয়েছে। ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলার প্রক্রিয়া চলছে বলে জানান বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সফিউল কবীর।

পূর্ববর্তী নিবন্ধভোগ্যপণ্যের বাজার কিছুদিন পর পর উঠানামা করে
পরবর্তী নিবন্ধজীবন-জীবিকা রক্ষার ‘স্বচ্ছ রূপরেখা’ বাজেটে নেই