শিশু পার্ক

আদনান মান্নান | বুধবার , ২৬ অক্টোবর, ২০২২ at ৫:৫৭ পূর্বাহ্ণ

(৩২,২০৩)
সকাল বেলা বিকাল বেলা
কোন বিরাম নাই
আমরা সবাই দল বেঁধে
শিশু পার্কে যাই।

শিশু পার্কে শত শিশু
খেলাধুলা করে
নানা রাইডে চড়ে সবাই
মন ভরে মন ভরে।

পূর্ববর্তী নিবন্ধঘুম রেখেছো লুকিয়ে বুঝি তোমার চোখের পাতায়
পরবর্তী নিবন্ধআয়রার গান