শিশুদের আটকে রেখে যৌন নির্যাতনসহ নানা নিপীড়নের ছবি ও ভিডিও বানিয়ে সেগুলো অনলাইনে পোস্ট করার সঙ্গে জড়িত সন্দেহে দেশের নানা প্রান্ত থেকে ৪৪ জনকে গ্রেপ্তার করেছে অস্ট্রেলীয় পুলিশ। বিবিসি জানায়, গ্রেপ্তারের পাশপাশি অস্ট্রেলিয়ান ফেডারেল পুলিশ (এএফপি) ১৬ শিশুকে উদ্ধার করছে। অনলাইনে শিশু নিপীড়নের নানা ছবি ও ভিডিওর সূত্র ধরে প্রায় এক বছর ধরে তদন্তের পর পুলিশ ওই ব্যক্তিদের গ্রেপ্তার করে। গ্রেপ্তার ব্যক্তিদের বয়স ১৯ থেকে ৫৭ বছরের মধ্যে। নানা অঙ্গরাজ্যে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তাদের বিরুদ্ধে মোট ৩৫০টি অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানায় পুলিশ। সব অভিযোগই শিশুদের আটকে রাখা ও নির্যাতন করা সম্পর্কিত। খবর বিডিনিউজের।
গ্রেপ্তার ব্যক্তিরা একটি ‘ক্লাউড স্টোরেজ’ প্ল্যাটফর্ম ব্যবহার করে শিশুদের নিপীড়নের ভিডিও ও ছবি আদান-প্রদান করতো। তদন্ত কর্মকর্তারা দিন-রাত পরিশ্রম করে ওই শিশুদের খুঁজে বের করে তাদের উদ্ধার করেছে বলে জানান পুলিশ কমিশনার রিস কারশউ। তিনি বলেন, আমাদের তদন্ত কর্মকর্তারা ক্লান্তিহীন ভাবে একের পর এক অসংখ্য ছবি ঘেঁটে একটি একটি করে সূত্র জড়ো করেছে, তারা কখনো আশা ছাড়েনি। গ্রেপ্তার ব্যক্তিরা সমাজের নানা ক্ষেত্রে কাজ করেন। তাদের কেউ কেউ নির্মাণ ক্ষেত্রে, কেউ পরিবহন, প্রশাসন এবং নানা সেবা প্রদান প্রতিষ্ঠানে কর্মরত। এএফপি জানায়, তারা এ বছর এরকম ১৩৪টি শিশুকে উদ্ধার করেছে। তাদের মধ্যে ৬৭ শিশুকে অস্ট্রেলিয়ার বাইরে থেকে উদ্ধার করা হয়।