শিশু নিকেতনে জ্ঞান আহরণ প্রতিযোগিতা

| বুধবার , ২৪ জুলাই, ২০২৪ at ৩:৫০ অপরাহ্ণ

নগরীতে কাজেম আলী স্কুল অ্যান্ড কলেজের অঙ্গ প্রতিষ্ঠান শিশু নিকেতনের ৫ম শ্রেণিতে জ্ঞান আহরণ প্রতিযোগিতা সম্প্রতি অনুষ্ঠিত হয়। ভারপ্রাপ্ত অধ্যক্ষ সান্‌জিদা মোক্তার তানজিনের পৃষ্ঠপোষকতায় এতে বিচারক ছিলেন শিক্ষিকা শারমিন আক্তার।

শাপলা ও গোলাপ দলে বিভক্ত হয়ে ২৭ জন শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশ নেয়। শুরুতে গোলাম মোস্তফার ‘প্রার্থনা’ কবিতা পরিবেশন করে সস্মিত বড়ুয়া। শিক্ষার্থীরা আহরণ শব্দটির সমার্থক শব্দ হিসেবে অন্বেষণ, অর্জন, গ্রহণ, সংরক্ষণ, জোগাড়, বের করে আনা, বাছাই করা, খুঁজে নেওয়া, সংগ্রহ করা, সঞ্চয় করা, জমানো ইত্যাদি শব্দ উপস্থাপন করে। শাপলা দলের পক্ষ থেকে প্রতিযোগিতায় অংশ নেয় সুশংকর বনিক, রনি দেব, সায়ান্ন তালুকদার, সাবিহা সুলতানা, অরিত্র কর্মকার ও অংকিতা দাশ। গোলাপ দলের পক্ষ থেকে অংশ নেয় মোহাম্মদ সামিত, ফাহিম হোসেন, ইমতিয়াজুল হক ইয়ামিন ও ঋষিক ঘোষ। বিচারক শাপলা দলকে বিজয়ী ঘোষণা করেন।

পূর্ববর্তী নিবন্ধখাগড়াছড়ির পর্যটন খাতে স্থবিরতা
পরবর্তী নিবন্ধএ যেন এক অচেনা মইজ্জ্যারটেক