ফটিকছড়ির ভূজপুরে শিশু ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. ইউসুফ সর্দারকে (৬০) গ্রেপ্তার করেছে র্যাব। গত বুধবার নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন কাশিমপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। দীর্ঘ ৬ বছর ধরে তিনি পলাতক ছিলেন বলে জানা গেছে।
র্যাব–৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার জানান, মামলার বাদী শিশুটির মা হালিমা বেগম এবং আসামি মো. ইউসুফ সর্দার প্রতিবেশী। ২০১৭ সালের ১ জানুয়ারি বিকালে হালিমা বেগমের ৪র্থ শ্রেণী পড়ুয়া মেয়ে প্রতিবেশী ইউসুফ সর্দারের বাড়িতে আমলকি কুড়াতে যায়। এ সময় ইউসুফ সর্দার তাকে আমলকি দেওয়ার প্রলোভন দেখিয়ে ধর্ষণ করে। পরে রক্তাক্ত অবস্থায় বাড়িতে গিয়ে বিষয়টি পরিবারকে জানায় শিশুটি। তাকে প্রথমে ভূজপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙ এবং পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। পরে তার মা বাদী হয়ে আসামি মো. ইউসুফ সর্দারের বিরুদ্ধে ভূজপুর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। মামলার পর থেকে মো. ইউসুফ সর্দার গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে চলে যায়। গোপন সংবাদের ভিত্তিতে নারায়ণগঞ্জ থেকে তাকে গ্রেপ্তার করে র্যাব। ইউসুফ সর্দারকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ভূজপুর থানায় হস্তান্তর করা হয়েছে।