বান্দরবানে ৮ বছরের কন্যা শিশুকে ধর্ষণের দায়ে হারুন মিয়া (৩৮) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সাথে তাকে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। গতকাল রোববার বেলা ১১ টায় বান্দরবান নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক জেবুন্নাহার আয়শা এ আদেশ প্রদান করেন।
দণ্ডপ্রাপ্ত আসামি হলেন, হারুন মিয়া (৩৮)। তিনি বান্দরবানের লামা ফাইতং ইউপির ৫ নম্বর ওয়ার্ড সুতাবাদী পাড়া এলাকার মৃত রতন খানের ছেলে।