নগরীর জিইসি মোড় এলাকার লাজফার্মাতে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন। এ সময় শিশু খাদ্যসহ অন্যান্য খাদ্য পণ্যের মোড়কে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ না থাকাসহ নানা অপরাধের দায়ে প্রতিষ্ঠানটিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। গতকাল মঙ্গলবার সদর সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমরান মাহমুদ ডালিম এ অভিযান পরিচালনা করেন। অভিযানের বিষয়ে তিনি আজাদীকে বলেন, লাজফার্মায় শিশু খাদ্যসহ অন্যান্য খাদ্য পণ্যের মোড়কে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ পাওয়া যায়নি। এছাড়া পণ্যের ওজন না থাকা, ক্রয় রশিদ দেখাতে না পারা, আমদানির পক্ষে সঠিক কাগজ বা প্রমাণ দেখাতে না পারা, আমদানিকারক প্রতিষ্ঠানের তথ্য না থাকা, অনুমোদনহীন বিদেশি খাদ্যপণ্য বিক্রয়সহ নানা অপরাধের প্রমাণ মিলেছে। এসব অপরাধ ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ ও নিরাপদ খাদ্য আইন ২০১৩ অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। এজন্য প্রতিষ্ঠানটিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে এবং ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান চলমান থাকবে।