আন্তর্জাতিক শিশু ক্যানসার দিবস (আইসিসিডি) উপলক্ষে গত মঙ্গলবার চিলড্রেন লিউকেমিয়া এসিসটেন্স এন্ড সাপোর্ট সার্ভিসেস (ক্লাশ) এর উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচি পালন করা হয়। এ উপলক্ষে সকালে ক্যানসার শিশু অভিভাবকদের সাথে কাউন্সিলিং বৈঠক এবং বিকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন শিশুদের মধ্যে উপহার সামগ্রী বিতরণ এবং তাদের পরিবারবর্গের মধ্যে আর্থিক অনুদান প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন ক্লাশ পরিচালক ডা. রওনক জাহান, শফিকুল আলম খান, কাজী জাহেদ ইকবাল, ডা. নওরীন জাহান এবং ক্লাশের তত্বাবধায়ক আবদুল মোতালেব ।
উল্লেখ্য ধারণা করা হয় বাংলাদেশে প্রায় ২ লক্ষাধিক শিশু বর্তমানে বিভিন্ন ধরণের ক্যানসারে আক্রান্ত। প্রতিবছর প্রায় ২০ হাজার শিশু মরণঘাতি রোগে আক্রান্ত হয়। কিন্তু দেশে পর্যাপ্ত চিকিৎসা সুবিধা দুস্প্রাপ্য ও উচ্চমূল্যের ক্যানসার ড্রাগ সংকট পকট। ফলে এ রোগে আক্রান্ত শিশুদের পূর্ণ আরোগ্য হার শতকরা ৩০ ভাগের কম। প্রেস বিজ্ঞপ্তি।