জাতির জনক বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে শিল্পী শওকত জাহান পরিচালিত স্পেশাল আর্ট ক্লাস এবং ৭টি আর্ট স্কুলের ছাত্র ছাত্রীদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা গতকাল বিকেলে নগরীর সেন্ট প্লাসিডস স্কুলে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও রূপালী ব্যাংকের সাবেক পরিচালক আবু সুফিয়ান। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, বাংলাদেশের রং তুলির আসরের চেয়ারম্যান নুরুল আজীম হিরু। সভাপতিত্ব করেন জাতীয় চিত্রশিল্পী শওকত জাহান।
সভায় প্রধান অতিথি বলেন, নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে হবে। দেশপ্রেম ও বঙ্গবন্ধুর আদর্শ রাজনীতি থেকে নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করতে হবে। নতুন প্রজন্মের শিক্ষার্থীদের প্রযুক্তির অতিরিক্ত আসক্তি থেকে বের করার জন্য তাদের বইমুখী করতে হবে। শিক্ষার্থীদের জিপিএ ৫ পাওয়ার অসম প্রতিযোগিতা থেকে বের হয়ে সুশিক্ষায় শিক্ষিত করতে হবে। সহ কার্যক্রমে আরো বেশি উদ্ধুদ্ধ করতে হবে। তিনি চিত্রাংকন প্রতিযোগিতায় সকল অংশগ্রহণকারীকে ধন্যবাদ জানান। প্রতিযোগিতায় প্রায় ৫ শতাধিক প্রতিযোগী অংশগ্রহণ করেন। প্রেস বিজ্ঞপ্তি।












