জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে মমতা কালচারাল ইনস্টিটিউটের উদ্যোগে আবৃত্তি, চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গত শনিবার নগরীর হালিশহরস্থ মমতা অডিটরিয়ামে মমতার প্রধান নির্বাহী লায়ন রফিক আহামদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অতিথি ছিলেন দৈনিক আজাদীর সহযোগী সম্পাদক শিশুসাহিত্যিক রাশেদ রউফ, বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের প্রোগ্রাম ম্যানেজার রোমানা শারমিন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মমতার সিনিয়র পরিচালক স্বপ্না তালুকদার। আলোচনায় অংশ নেন মমতার পরিচালকবৃন্দ সহ আগত শিক্ষার্থীদের অভিভাবকগণ। অনুষ্ঠানে আলোচনা সভার পূর্বে জাতীয় শোক দিবসের প্রামাণ্য চিত্র, শিশু কিশোরদের একক ও দলীয় আবৃত্তি, সংগীত পরিবেশিত হয়। বক্তারা বলেন, জাতির ক্রান্তিকালে বঙ্গবন্ধু জাতির মুক্তির মহানায়ক হিসেবে আবির্ভূত হয়েছিলেন। বঙ্গবন্ধুকে হত্যা করলেও তাঁর আদর্শ ও দেশপ্রেমী চেতনাকে মুছে ফেলা সম্ভব হয়নি। একটি উজ্জ্বল সাংস্কৃতিক পরিমন্ডল গড়ে তুলতে হলে শিশু–কিশোরদের মাঝে বঙ্গবন্ধুর আদর্শ ও চেতনাকে ছড়িয়ে দিতে হবে। প্রেস বিজ্ঞপ্তি।