শিশু কিশোর দের বিজ্ঞানমনস্ক অসামপ্রদায়িক চেতনায় গড়ে তুলতে খেলাঘরের কর্মকান্ড বৃদ্ধির আহবান জানিয়েছেন খেলাঘর কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়ম সদস্য প্রকৌশলী দেলোয়ার মজুমদার। খেলাঘর রাঙ্গুনিয়া শান্তিনিকেতনস্থ সপ্তক খেলাঘর আসরের অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
আসরের সভাপতি গৌর ভাবিনী সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খেলাঘর উত্তর জেলার সাধারণ সম্পাদক শোভন সেনগুপ্ত, সম্পাদক মণ্ডলীর সদস্য গিয়াস উদ্দিন কাজল, মো. শহিদুল্লাহ, জুলিয়ানা সাদেক সোমা, শুকলা আচার্য্য, সনজিত নন্দী, উজ্জ্বল তালুকদার, সত্য পদ দে, কনক দাশ প্রমুখ। আসরের সহ সভাপতি রাতুল কুমার বৈদ্যের পরিচালনায় সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি শিশু এবং অভিভাবকদের নিয়ে বিনোদনমূলক কর্মকান্ড পরিচালনা করেন সৌমেন সাহা, ডা. কপিল দেব, লিটন চৌধুরী এবং নাজমা বেগম চৌধুরী। প্রেস বিজ্ঞপ্তি।