শিশু কিশোরদের দেশীয় সংস্কৃতি শিখনে মমতার কার্যক্রম প্রশংসনীয়

শাস্ত্রীয় নৃত্য কর্মশালার উদ্বোধনে ডা. রাজিব রঞ্জন

| রবিবার , ১৮ ফেব্রুয়ারি, ২০২৪ at ৯:৪৭ পূর্বাহ্ণ

মমতা কালচারাল ইনস্টিটিউটের উদ্যোগে ৫দিন ব্যাপী শাস্ত্রীয় নৃত্য কর্মশালার উদ্বোধন সম্প্রতি হালিশহরস্থ অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। মমতার প্রধান নির্বাহী রফিক আহামদের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালার উদ্বোধন করেন ভারতীয় সহকারী হাইকমিশনার ডা. রাজিব রঞ্জন। অতিথি ছিলেন বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের প্রোগ্রাম ম্যানেজার রোমানা শারমিন। সভায় বক্তব্য রাখেন মমতার সহকারী প্রধান নির্বাহী মোহাম্মদ শাহারিয়ার, সিনিয়র পরিচালক স্বপ্না তালুকদার প্রমুখ। কর্মশালার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মমতার পরিচালক তৌহিদ আহমেদ। ১৬ থেকে শুরু হওয়া কর্মশালা ২০ ফেব্রুয়ারী পর্যন্ত পরিচালিত হবে। উক্ত কর্মশালার উদ্বোধনীতে প্রশিক্ষক হিসেবে বক্তব্য রাখেন ভারতীয় ক্লাসিক্যাল নৃত্যশিল্পী রাহুল দেব।

কর্মশালার উদ্বোধনে ভারতীয় সহকারী হাইকমিশনার ডা. রাজিব রঞ্জন বলেন, শিশু কিশোরদের মাঝে দেশীয় সাংস্কৃতিক শিখনে; উন্নয়ন সংস্থা মমতা’র কার্যক্রম প্রশংসনীয়। তিনি আরো বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে অকৃত্রিম বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। সুস্থ সাংস্কৃতিক ধারা বিনিময়ের মাধ্যমে এ সম্পর্ক আরো অটুট রাখতে সহায়ক হবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধ১১ মামলার আসামি বিমানবন্দরে গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধআন্‌জুমানে খুদ্দামুল মুসলেমিনের প্রস্তুতি সভা