শিশু-কিশোরদের চিত্রাংকন প্রতিযোগিতা

সিমেন্ট ডিলার এন্ড মার্চেন্টস গ্রুপ

| বৃহস্পতিবার , ২৪ মার্চ, ২০২২ at ৯:৪৫ পূর্বাহ্ণ

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী উপলক্ষে শিশু কিশোরদের চিত্রাংকন প্রতিযোগিতা ও আলোচনা সভার আয়োজন করেছেন চট্টগ্রাম জেলা সিমেন্ট ডিলার এন্ড মার্চেন্টস গ্রুপ। ১৭ মার্চ নগরীর সিআরবি শিরিষ তলায় বঙ্গবন্ধু, বাংলাদেশ, মুক্তিযুদ্ধসহ নানা বিষয়ে বহুমাত্রিক ছবি আঁকার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন মিয়ানমারে বাংলাদেশ দূতাবাসের সাবেক মিশন প্রধান অবসরপ্রাপ্ত মেজর এমদাদুল ইসলাম। তিনি বলেন, মুজিব আর্দশ ও চেতনা ধারণ করে আমাদের সকলকে দেশ ও জাতির কল্যাণে এগিয়ে আসতে হবে। চট্টগ্রাম জেলা সিমেন্ট ডিলার এন্ড মার্চেন্টস গ্রুপের সভাপতি লায়ন মো. হাকিম আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনায় বক্তব্য রাখেন লায়ন মোহাম্মদ ইব্রাহিম। সভাপতির বক্তব্যে লায়ন হাকিম আলী বলেন, বঙ্গবন্ধু ছিলেন বাংলাদেশের স্বাধীনতার স্বপ্নদ্রষ্টা ও মুক্তির দূত। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধনাফ নদী থেকে অজ্ঞাত মৃতদেহ উদ্ধার
পরবর্তী নিবন্ধঅবসরপ্রাপ্ত বিদ্যুৎ কর্মজীবী কল্যাণ সমিতির আর্থিক সহায়তা প্রদান