বাংলাদেশ শিশু একাডেমি চট্টগ্রাম জেলার উদ্যোগে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩তম জন্মবার্ষিকী ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৫ তম জন্মবার্ষিকী উপলক্ষে শিশুদের কণ্ঠে রবীন্দ্রনাথ ও নজরুল শীর্ষক আলোচনা সভা, পুরস্কার বিতরণসহ সাংস্কৃতিক অনুষ্ঠান একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
একাডেমির জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. মোছলেহ উদ্দিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন প্রফেসর রীতা দত্ত। বিশেষ অতিথি ছিলেন ইলমার প্রধান নির্বাহী জেসমিন সুলতানা পারু। সভা শেষে কবিতা আবৃত্তি ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি। এতে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করছেন অতিথিবৃন্দ। শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। প্রেস বিজ্ঞপ্তি।