শিশু আয়াতের লাশের খণ্ডিত অংশ মিলল স্লুইসগেট এলাকায়

আজাদী অনলাইন | বুধবার , ৩০ নভেম্বর, ২০২২ at ৪:৪০ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীর ইপিজেড এলাকায় খুন হওয়া শিশুর আয়াতের খণ্ডিত দেহের অংশবিশেষ পাওয়া গেছে সাগরপাড়ের স্লুইসগেট এলাকায়। বুধবার (৩০ নভেম্বর) দুপুরে এই খণ্ডিত অংশের সন্ধান মেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন পিবিআইয়ের কর্মকর্তা মনোজ দে। তিনি বলেন, নির্মম হত্যার শিকার শিশু আয়াতের পায়ের অংশ পাওয়ার খবর দিয়েছে আমাদের টিম। আমরা ঘটনাস্থলে যাচ্ছি। বিস্তারিত পরে জানানো হবে।

গত ১৫ নভেম্বর ইপিজেড থানার বন্দরটিলার নয়ারহাট বিদ্যুৎ অফিস এলাকার বাসা থেকে পার্শ্ববর্তী মসজিদে আরবি পড়তে যাওয়ার সময় নিখোঁজ হয় আলিনা ইসলাম আয়াত। পরদিন এ ঘটনায় ইপিজেড থানায় নিখোঁজের ডায়েরি করেন তার বাবা সোহেল রানা। ইপিজিড থানার পাশাপাশি তদন্তে নামে পিবিআই।

গত বৃহস্পতিবার (২৪ নভেম্বর) রাতে আবিরকে আটক করে পিবিআই। জিজ্ঞাসাবাদে আবির জানায় মুক্তিপণের জন্য আয়াতকে অপহরণ করেছিল। আয়াত চিৎকার দেওয়ায় তাকে শ্বাসরোধ করে হত্যা করে। এরপর লাশ ছয় টুকরো করে পানিতে ফেলে দেয়।

পেশায় পোশাক কারাখানার শ্রমিক আবির এক সময় আয়াতের দাদার বাড়িতে ভাড়া থাকতো । ১৯ বছর বয়সী এ যুবক বর্তমানে ওই এলাকার আকমল আলী সড়কে মায়ের সঙ্গে থাকে। ইতোমধ্যে আবিরকে আদালতের আদেশে দুই দফা রিমান্ডে নেয়া হয়েছে। গতকাল আবীর আলীর বাবা-মাকেও ৩ দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। এছাড়া তার বোনকে ভিকটিম সাপোর্ট সেন্টারে প্রভেশন অফিসারের উপস্থিতিতে জিজ্ঞাসাবাদের অনুমতি দেওয়া হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ম্যাক্সনকে ভারতে শ্বাসরোধে হত্যা
পরবর্তী নিবন্ধধর্ষণ চেষ্টা মামলায় রাঙামাটিতে একজনের ১০ বছরের কারাদণ্ড