শিশু আয়নী হত্যা মামলার বিচার শুরু

বিড়ালছানার লোভ দেখিয়ে অপহরণ, ধর্ষণ ও খুন করা হয়েছিল

আজাদী প্রতিবেদন | বুধবার , ২০ নভেম্বর, ২০২৪ at ৬:১১ পূর্বাহ্ণ

নগরীর পাহাড়তলীতে বিড়ালছানার লোভ দেখিয়ে শিশু আয়নীকে অপহরণ, ধর্ষণ ও গলা টিপে খুনের মামলায় সবজি বিক্রেতা মো. রুবেলের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দিয়েছে আদালত। গতকাল মঙ্গলবার চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল২ এর বিচারক জান্নাতুল ফেরদৌস চৌধুরী আসামির বিরুদ্ধে চার্জ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেন। আসামি রুবেল পাহাড়তলীর কাজির দিঘি এলাকার মৃত আব্দুল নূরের ছেলে। অন্যদিকে শিশু আবিদা সুলতানা আয়নী একই এলাকার আবুল কাশেমের মেয়ে।

মামলার বাদীর আইনজীবী গোলাম মাওলা মুরাদ আজাদীকে বলেন, চার্জ গঠন করে সাক্ষ্য গ্রহণের দিনক্ষণ ঠিক করেছে আদালত। আগামী ১০ জানুয়ারি থেকে মামলার সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হবে। ট্রাইব্যুনাল সূত্র জানায়, গত বছরের ২৮ মার্চ শিশু আবিদা সুলতানা আয়নীকে অপহরণ করা হয়েছে উল্লেখ করে সবজি বিক্রেতা মো. রুবেলের বিরুদ্ধে চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালএ মামলার আবেদন করেন শিশুর মা বিবি ফাতেমা। আদালত অভিযোগটি এজাহার হিসেবে নিতে পাহাড়তলী থানা পুলিশকে নির্দেশ দেয়। একই দিন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) সন্দেহভাজন হিসেবে সবজি বিক্রেতা রুবেলকে আটক করে। তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়। একপর্যায়ে রুবেল শিশু আয়নীকে অপহরণের কথা স্বীকার করেন। রুবেল জানায়, বিড়ালছানার লোভ দেখিয়ে তিনি শিশু আয়নীকে অপহরণ করেন। একপর্যায়ে তাকে ধর্ষণ করেন। এছাড়া ঘটনা জানাজানি হওয়ার আশঙ্ক তাকে গলা টিপে খুন করেন।

ট্রাইব্যুনাল সূত্র আরো জানায়, আটকের পর আসামি রুবেলের দেখানো মতে, পরদিন ২৯ মার্চ পাহাড়তলী থানাধীন মুরগির ফার্ম এলাকার একটি ডোবা থেকে শিশু আয়নীর মরদেহ উদ্ধার করা হয়। সেই সাথে তার পরনের গেঞ্জি, স্যান্ডেল, পায়জামা ও হিজাব ওই ডোবা থেকে উদ্ধার করা হয়। আয়নীর মায়ের করা মামলায় চলতি বছরের ১৮ জুলাই আসামি রুবেলের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে পুলিশ।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে বিআরটিসি বহরে যুক্ত হচ্ছে আরও ৫০টি এসি বাস
পরবর্তী নিবন্ধহার না মানা এক আসমার গল্প