শিশুসাহিত্য একাডেমি সম্মাননা ২০২৫ পাচ্ছেন তিন কৃতী লেখক

| শুক্রবার , ১ আগস্ট, ২০২৫ at ১১:৪১ পূর্বাহ্ণ

বাংলাদেশ শিশুসাহিত্য একাডেমি সম্মাননা ২০২৫ পাচ্ছেন দেশের তিন কৃতী লেখক। তাঁরা হলেন : শিশুসাহিত্যিক তাহমিনা কোরাইশী, জাহাঙ্গীর আলম জাহান ও আনোয়ারুল হক নূরী। একাডেমির জুরি বোর্ডের এক সভায় এ ঘোষণা দেওয়া হয়। আগামী ২৪ ও ২৫ অক্টোবর চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত শিশুসাহিত্য উৎসব ২০২৫ মঞ্চে তাঁদের হাতে এ পদক তুলে দেওয়া হবে। দেওয়া হবে সম্মাননা স্মারক, উত্তরীয়, উপহার ও নগদ সম্মানি।

বাংলাদেশ শিশুসাহিত্য একাডেমির পরিচালক রাশেদ রউফের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন বিপুল বড়ুয়া, দীপক বড়ুয়া, এমরান চৌধুরী, অরুণ শীল, উৎপলকান্তি বড়ুয়া, জসীম মেহবুব, সৈয়দ খালেদুল আনোয়ার, কেশব জিপসী, আবুল কালাম বেলাল, আজিজ রাহমান, মিজানুর রহমান শামীম, অমিত বড়ুয়া, ইফতেখার মারুফ, কাসেম আলী রানা, জসিম উদ্দিন খান, ইসমাইল জসীম, রুনা তাসমিনা, সৈয়দা সেলিমা আক্তার প্রমুখ। সভায় বলা হয়, ‘শিশুসাহিত্য উৎসব’ বেশ কয়েক বছর ধরে চট্টগ্রামে অনুষ্ঠিত হচ্ছে। সেই ধারাবাহিকতায় এবারে ২৪২৫ অক্টোবর দু‘দিনব্যাপী চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হবে। উৎসবে দেশের প্রায় তিনশ’ লেখক অংশ নেবেন বলে তাঁরা আশা প্রকাশ করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধস্বাধীনতার ৫৪ বছর পরেও আমরা জাতি হিসাবে ঐক্যবদ্ধ হতে পারিনি
পরবর্তী নিবন্ধগণঅভ্যুত্থান নিয়ে বিভাজনের রাজনীতি মেনে নেবে না জনগণ