শিশুসাহিত্যিকরা অনুকরণীয় ভূমিকা পালন করছেন

অনলাইন বাংলা বইমেলার সেমিনারে বক্তারা

| সোমবার , ২১ ডিসেম্বর, ২০২০ at ১১:৪৮ পূর্বাহ্ণ

স্বাধীনতা-উত্তর বাংলাদেশের শিশুসাহিত্যে প্রচুর কাজ হয়েছে। মুক্তিযুদ্ধ ও প্রকৃতি বিষয়ক লেখালেখিতে লেখকরা বেশ স্বতঃস্ফূর্ত। চট্টগ্রামের শিশুসাহিত্যিকরা ঐক্যবদ্ধ সাহিত্য চর্চায় অনুকরণীয় ভূমিকা পালন করছেন। চট্টগ্রাম একাডেমির ফয়েজ-নুরনাহার মিলনায়তনে মাসব্যাপী অনলাইন বাংলা বইমেলার গতকাল রোববার ২০ তম দিনে শিশুসাহিত্য চর্চা শীর্ষক সেমিনারে বক্তারা উপরোক্ত বক্তব্য রাখেন।
শিশুসাহিত্যিক সুজন বড়ুয়ার সভাপতিত্বে ও সাংবাদিক শুকলাল দাশের সঞ্চালনায় সেমিনারে আলোচনায় অংশ নেন শিশু সাহিত্যিক অরুণ শীল, আজিজ রাহমান। স্বাগত বক্তব্য রাখেন ছড়াকার উৎপলকান্তি বড়ুয়া, ধন্যবাদ বক্তব্য দেন অনলাইন বাংলা বইমেলা পরিষদের আহ্বায়ক শিশুসাহিত্যিক-সাংবাদিক রাশেদ রউফ। সেমিনারে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা সিরু বাঙালি, বাসুদেব খাস্তগীর, মুজিবুর রহমান, রীতা দত্ত, বিপুল বড়ুয়া, অমিত বড়ুয়া, আবুল কালাম বেলাল, সুপ্রতীম বড়ুয়া, মৃণালিনী চক্রবর্তী, মহসীন চৌধুরী, জসীম মেহবুব, বাবুল হক বাবর, এম কামাল উদ্দিন, এসএম আজিজ উদ্দিন, ফারজানা রহমান শিমু, অধ্যাপক গোফরান উদ্দীন টিটু, সৈয়দা সেলিমা আক্তার, সালেহ আহমেদ মজুমদার, ইসমাইল জসীম, রাসু বড়ুয়া, ইফতেখার মারুফ, মিলন বনিক, লিটন কুমার চৌধুরী, কাঞ্চনা চক্রবর্তী, রফিক আহমেদ খান, নাটু বিকাশ বড়ুয়া হোসেইন মোস্তফা, সাইফুল্লাহ কায়সার, সরওয়ার আরমান, সোমা মুৎসুদ্দি, শিপ্রা দাশ, লাকী আক্তার, মরিয়ম মুনতাহা, নাজিমুদ্দিন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকরোনার দ্বিতীয় ধাপে সতর্কতার সাথে পরিস্থিতি সামাল দিতে হবে
পরবর্তী নিবন্ধবাংলা একাডেমির সাহিত্য পুরস্কার পাচ্ছেন তিনজন