শিশুশ্রম বন্ধ ছাড়া শিশুদের শারীরিক ও মানসিক বিকাশ সম্ভব নয়

শিশু দিবসের অনুষ্ঠানে বক্তারা

| শনিবার , ১৫ জুন, ২০২৪ at ৮:১৭ পূর্বাহ্ণ

ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ও ঊষা নারী উন্নয়ন সংস্থার যৌথ উদ্যোগে শিশু অধিকার ও সুরক্ষা বিষয়ক এক সভা শিশু প্রতিনিধি অচ্যুতানন্দ চক্রবর্তীর সভাপতিত্বে নগরীর বাকলিয়াস্থ একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক দেব দুলাল ভৌমিক। বিশেষ অতিথি ছিলেন রাখেন ঊষা নারী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক শাহানা আক্তার শিলা। শিশু চাহিদা, অধিকার ও সুরক্ষার বিষয়ে মূল বক্তব্য প্রদান করেন ওয়ার্ল্ড ভিশনের এরিয়া ম্যানেজার (কর্ণফুলী) জনি রোজারিও। বক্তারা বলেন, সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার সুরক্ষা বাস্তবায়নের লক্ষ্যে সরকারি ও বেসরকারি সংগঠনগুলিকে এগিয়ে আসতে হবে। সুবিধাবঞ্চিত শিশুদেরকে যদি শিক্ষার সুযোগ সৃষ্টি করে তাদেরকে কারিগরী প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে গড়ে তোলা যায়, তাহলে তারা দক্ষ জনসম্পদে পরিণত হতে পারবে। বক্তারা আরো বলেন, শিশুশ্রম বন্ধ করা ছাড়া শিশুর শারীরিক ও মানসিক বিকাশ সম্ভব নয়। শেষে উভয় প্রতিষ্ঠানের পক্ষ থেকে ঈদ উল আজহা উপলক্ষে সুবিধা বঞ্চিত ১৫০ জন শিশুদের মাঝে নতুন কাপড় বিতরণ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধনতুন প্রজন্মের কাছে হিজরি সনের গুরুত্ব তুলে ধরতে হবে
পরবর্তী নিবন্ধনূরুল আফসার মানিক