চট্টগ্রাম বিভাগীয় শ্রম অধিদপ্তরের পরিচালক এস এম এনামুল হক বলেছেন, সরকার ২০২৫ সালের মধ্যে সব ধরনের শিশুশ্রম বন্ধের জন্য লক্ষ্য নির্ধারণ করেছে। সে লক্ষ্যে সরকার ২৮৪ কোটি টাকার প্রকল্প গ্রহণ করেছে যা এখন বাস্তবায়নাধীন। এই প্রকল্পের মাধ্যমে প্রায় ১ লক্ষ সুবিধাবঞ্চিত শিশু শিক্ষার সুযোগ পাওয়ার পাশাপাশি কারিগরি প্রশিক্ষণের আওতায় আসছে। এর সুফল পেতে সরকারের পাশাপাশি সকল বেসরকারি উন্নয়ন সংস্থাকে এক সাথে কাজ করতে হবে। গতকাল রোববার বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে চট্টগ্রাম বিভাগীয় শ্রম অধিদপ্তর এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর আয়োজিত ‘সামাজিক সুরক্ষা ও শিশু কল্যাণ নিশ্চিত করি; শিশুশ্রম বন্ধ করি’ শীর্ষক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। শ্রম অধিদপ্তর ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের কর্ণফুলী আরবান প্রোগ্রাম এই কর্মসূচিতে সহযোগিতা করে। গতকাল রোববার দিবসের উদ্বোধন করেন প্রধান অতিথি বিভাগীয় শ্রম অধিদপ্তরের পরিচালক এসএম এনামুল হক। এ উপলক্ষে আয়োজিত র্যালিটি আগ্রাবাদ সিডিএ আবাসিকের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ শেষে শ্রম দপ্তরের নিজস্ব মিলনায়তনে গিয়ে শেষ হয়। শ্যামল ফ্রান্সিস রোজারিওর সভাপতিত্বে গোলটেবিল বৈঠকে বিশেষ অতিথি ছিলেন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপমহাপরিদর্শক আবদুল্লাহ আল সাকিব মুবাররাত। এতে বিভিন্ন উন্নয়ন সংস্থা, এনজিও প্রতিনিধি তাদের সুচিন্তিত মতামত প্রদান করেন। উপস্থিত ছিলেন শারমিন আক্তার ও অর্ণা কথা রায়। প্রেস বিজ্ঞপ্তি।