রহমতগঞ্জস্থ বিবেকানন্দ বিদ্যানিকেতন ও সঙ্গীত নিকেতনের বার্ষিক চিত্রাংকন প্রতিযোগিতা, চিত্র প্রদশর্নী, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বক্তারা বলেছেন, শিশু হৃদয়ের অপার সম্ভাবনা ও সুপ্ত প্রতিভা বিকশিত করাই শিক্ষার মূল উদ্দেশ্য। তারা আরো বলেন, শিক্ষার সাথে সংস্কৃতি যুক্ত না হলে সমাজে মানবিক মানুষ সৃষ্টি হবে না। সুশিক্ষিত সংস্কৃতবান মানুষ পারে সমাজের সকল অনাচার, অশান্তি, অন্যায়–অবিচারকে দূরীভূত করে শান্তি প্রতিষ্ঠা করতে। গতকাল রোববার স্থানীয় জেএম সেন হল প্রাঙ্গণে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তারা এ কথা বলেন।
অনুষ্ঠান উদ্বোধন করেন চট্টগ্রাম রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ শক্তিনাথানন্দজী। বিদ্যানিকেতন পরিচালনা পরিষদের সভাপতি দুলাল কান্তি মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম নাট্যকলা বিভাগের প্রফেসর মোস্তফা কামাল যাত্রা। বক্তব্য রাখেন প্রফেসর রীতা দত্ত, ডা. ওম প্রকাশ বিশ্বাস, ডা. শ্রীমান চৌধুরী, রতন মজুমদার, অধ্যক্ষ অধ্যাপক নারায়ণ কান্তি চৌধুরী, অধ্যক্ষ মানু মজমুদার, বিদ্যানিকেতন পরিচালনা পরিষদের সম্পাদক তাপস হোড় প্রমুখ। শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। প্রেস বিজ্ঞপ্তি।