বান্দরবানের ঘুমধুম সীমান্ত থেকে ফের বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করেছে ৩৪ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আজ শনিবার (৭ নভেম্বর) সকালে জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের হাইওয়ে সড়ক এলাকা থেকে এসব মাদক উদ্ধার করা হয়। এসময় আটক করা হয়েছে এক মাদক পাচারকারীকে।
বিজিবি সূত্রে জানা গেছে, মায়ানামার সীমান্ত পার হয়ে একটি ইয়াবার চালান ঘুমধুম-উখিয়ার দিকে যাচ্ছে এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযানে নামে ঘুমধুম বিওপির নায়েক মো. লাভলু মিয়ার নেতৃত্বে অপারেশন টিম।
এসময় ফয়সাল (১৩) নামে এক শিশুর বাজারের ব্যাগ তল্লাশি করে ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
ফয়সাল ঘুমধুম ইউনিয়নের মো. আবুল কালামের ছেলে। ধারণা করা হচ্ছে ইয়াবা পাচারে জড়িত শক্তিশালী সিন্ডিকেট শিশুটির মাধ্যমে ইয়াবার চালানটি পাচার করছিল।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বিজিবি ৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক আলী হায়দার আজাদ আহমেদ জানান, সীমান্ত রক্ষার পাশাপাশি মাদক প্রতিরোধে বিজিবি’র অপারেশন অব্যাহত রয়েছে।