শিশুর দেহ ৬ টুকরো—খুনি আবিরের আরও ৭ দিনের রিমান্ড

আজাদী অনলাইন | সোমবার , ২৮ নভেম্বর, ২০২২ at ১২:৩৬ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীর ইপিজেড এলাকায় শিশু আলিনা ইসলাম আয়াতের হত্যায় অভিযুক্ত আবিরকে জিজ্ঞাসাবাদে আরও সাত দিনের রিমান্ড আদেশ দিয়েছেন অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবদুল হালিমের আদালত। পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করতে দশ দিনের রিমান্ড আবেদন করেছিল।

সোমবার (২৮ নভেম্বর) আদালত এই আদেশ দেন বলে জানান অ্যাডভোকেট গোলাম মাওলা মুরাদ। তিনি বলেন, আবীরকে জিজ্ঞাসাবাদে দুইদিন রিমান্ড শেষে পিবিআই আরও দশ দিন রিমান্ড আবেদন করেছিলাম। আদালত শুনানি শেষে সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

গত ১৫ নভেম্বর ইপিজেড থানার বন্দরটিলার নয়ারহাট বিদ্যুৎ অফিস এলাকার বাসা থেকে পার্শ্ববর্তী মসজিদে আরবি পড়তে যাওয়ার সময় নিখোঁজ হয় আলিনা ইসলাম আয়াত। পরদিন এ ঘটনায় ইপিজেড থানায় নিখোঁজের ডায়েরি করেন তার বাবা সোহেল রানা। ইপিজিড থানার পাশাপাশি তদন্তে নামে পিবিআই।

পিবিআই চট্টগ্রাম মেট্রোতে সদ্য যোগদান করা পরিদর্শক মর্জিনা আক্তারের নেতৃত্বে একটি টিম আবিরকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করে। সেই সূত্রে আয়াত হত্যার রহস্য উদঘাটিত হয়েছে। বৃহস্পতিবার রাতে আবিরকে আটক করে পিবিআই। জিজ্ঞাসাবাদে আবির জানায় মুক্তিপনের জন্য আয়াতকে অপহরণ করেছিল। আয়াত চিৎকার দেওয়ায় তাকে শ্বাসরোধ করে হত্যা করে। এরপর লাশ ছয় টুকরো করে পানিতে ফেলে দেয়।

পূর্ববর্তী নিবন্ধখাবারের জন্য করতেন গাড়ি পরিষ্কার, আইসক্রিমও বেচতেন রিচার্লিসন
পরবর্তী নিবন্ধএসএসসি ও সমমানে পাসের হার ৮৭.৪৪ শতাংশ