গল্পকার বিপুল বড়ুয়ার কিশোর গল্পগ্রন্থ ‘বুবুন ও পরির গল্প’এর প্রকাশনা উৎসবে বক্তারা বলেছেন, মানুষের চারপাশে যে সব ঘটনা ঘটছে অথবা চারদিকে যে সব কাহিনী ছড়িয়ে ছিটিয়ে আছে, তা তুলে ধরার মতো গল্পই রচনা করেন লেখকরা। মানুষের চারপাশ থেকে উঠে আসে গল্পে। মানুষের হাসি-কান্না, আনন্দ-বেদনা, কৌতুক ও স্বপ্নগুলো কাহিনী হয়ে ধরা দেয় লেখকের রচনায়। শিশুর জন্য ভালো বই রচনা ও প্রকাশ জরুরি। ভালো বই পাওয়া শিশুর অধিকার।
গত ৩ জুন চট্টগ্রাম একাডেমির ফয়েজ নুরনাহার মিলনায়তনে দৈনিক আজাদীর সহযোগী সম্পাদক কবি রাশেদ রউফের সভাপতিতে অনুষ্ঠানে আলোচক ছিলেন প্রফেসর রীতা দত্ত , কবি ওমর কায়সার ও গল্পকার দীপক বড়ুয়া।
স্বাগত বক্তব্য রাখেন একাডেমির পরিচালক এস এম আবদুল আজিজ। অধ্যাপক কাঞ্চনা চক্রবর্তীর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন কবি সনজীব বড়ুয়া, শিশুসাহিত্যিক সৈয়দ খালেদুল আনোয়ার, উৎপলকান্তি বড়ুয়া, কবি আজিজ রাহমান, অমিত বড়ুয়া, অপু বড়ুয়া প্রমুখ। বক্তারা আরো বলেন, নীলক্ষেতের দুপুর, জেম সাহেবের বেল, বীনুর মুক্তি দেখা গল্পগ্রন্থের পর বুবুন ও পরির গল্প গ্রন্থ প্রকাশ করে বিপুল বড়ুয়া শিশুকিশোর সাহিত্যের ধারাবাহিকতা অক্ষুন্ন রেখেছেন। প্রেস বিজ্ঞপ্তি।