নগরীর পতেঙ্গা থানাস্থ রাজার পুকুরপাড় পতেঙ্গা নিউ মডেল পাবলিক স্কুলের বার্ষিক মা সমাবেশ, ক্লাস পার্টি এবং সদ্য বিদায়ী প্রধান শিক্ষক আবদুল মান্নানের বিদায়ী সম্মাননা অনুষ্ঠান স্কুল প্রাঙ্গণে গতকাল সোমবার অনুষ্ঠিত হয়েছে। শিক্ষিকা হাবিবা খাতুনের পরিচালানায় ও প্রধান শিক্ষক পম্পী রানী শীলের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন পতেঙ্গা নিউ মডেল পাবলিক স্কুলের সাবেক প্রতিষ্ঠাতা
সভাপতি, বিশিষ্ট শিক্ষানুরাগী কামরুল ইসলাম রাশেদ। এতে বিশেষ অতিথি ছিলেন অধ্যক্ষ আলী আকবর মনজু, স্কুলের সাধারণ সম্পাদক এস এম সাজ্জাদ আলম মুন্না। বক্তব্য রাখেন সাবেক প্রধান শিক্ষক মো. আব্দুল মান্নান, মো. ইউসুফ, মাওলানা মাহবুবুল আলম, অভিভাবক দিদারুল আলম, লোকমান হাকিম, মুফতি মোহাম্মদ হাসান, শিক্ষক রুমা আক্তার, শারমিন আক্তার, ফাতেমাতুজ জোহরা, ফারজানা আক্তার, প্রিয়াঙ্কা চক্রবর্তী, এম এ নাছের, মাওলানা এখলাছুর রহমান, মাস্টার আরব আলী প্রমুখ। অনুষ্ঠানে প্রধান অতিথি কামরুল ইসলাম রাশেদ ফরাসি সম্রাট নেপোলিয়নের সেই স্মরণীয় উক্তি স্মরণ করিয়ে বলেন, ‘তোমরা আমাকে একটি শিক্ষিত মা দাও, আমি তোমাদের একটি শিক্ষিত জাতি দেব’। তিনি আরো বলেন, মায়ের সাথে সন্তানের সম্পর্ক থাকবে বন্ধুর মত। জাতি গড়তে হলে প্রথমে ভূমিকা রাখতে মায়েদের। মায়েদের ভূমিকা ছাড়া একটি জাতি কখনো চূড়ান্ত শিখরে পৌঁছাতে পারে না। শিশুর চরিত্র গঠনে মায়ের ভূমিকা অনস্বীকার্য। প্রেস বিজ্ঞপ্তি।