কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে স্বর্ণের দুল ছিনতাইয়ের চেষ্টার সময় দুই বছর বয়সী এক শিশুর কানের নিচের অংশ (লতি) ছিঁড়ে গেছে। এতে গুরুতর আহত হয় শিশুটি। গতকাল বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে উখিয়ার বালুখালী ২০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এম–২১ ব্লক সংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে।
আহত শিশুটি উখিয়ার ২০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এইচ–১২১ ব্লকের বাসিন্দা আব্দুল হাফেজ মেয়ে উনায়সা বিবি (২)। ক্যাম্প অভ্যন্তরের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে শিশুটি।
প্রত্যক্ষদর্শী রোহিঙ্গারা জানান, রাস্তার পাশে খেলছিল শিশুটি। এ সময় অজ্ঞাত কিছু ছিনতাইকারী তার কানে থাকা স্বর্ণের দুল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে শিশুটি মারাত্মকভাবে আহত হয়। স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে ক্যাম্প সংলগ্ন ফেন্ডশীপ হাসপাতালে ভর্তি করেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, শিশুটির কান থেকে ২ আনা ওজনের এক জোড়া স্বর্ণের দুল ছিনতাই করা হয়েছে। অজ্ঞাত ছিনতাইকারীদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য সংশ্লিষ্ট নিরাপত্তা সংস্থাগুলো কাজ করছে।
এ ব্যাপারে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর মোহাম্মদ জানান, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।












