শিশুরা খেলতে গিয়ে কুড়িয়ে পেল বান্দরবান পুলিশের লুট হওয়া গ্রেনেড

বান্দরবান প্রতিনিধি | শনিবার , ৩১ জানুয়ারি, ২০২৬ at ৩:২৩ অপরাহ্ণ

বান্দরবানে শিশুরা খেলতে গিয়ে পুলিশের লুট হওয়া ২টি গ্যাস গ্রেনেড কুড়িয়ে পেয়েছে। পরে তা পুলিশের নিকট হস্তান্তর করা হয়। আজ শনিবার (৩১ জানুয়ারি) সকালে বান্দরবান শহরের বাসস্ট্যান্ডস্থ কাশেম পাড়া এলাকার একটি ঝিরির পাশে এগুলো পাওয়া যায়।

আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয়রা জানায়, জেলা সদরের কাশেম পাড়া এলাকায় কয়েকজন শিশু ঝিরির পাশে খেলার সময়ো পরিত্যক্ত অবস্থায় পলিথিনে মোড়ানো কিছু একটা দেখতে পায়। কৌতুহল বসত পলিথিনটি খুললে গোলাকার ২টি বস্তু পেয়ে খেলার জন্য নিয়ে আসে তারা।

পরে স্থানীয়দের মুখে বোমা শুনে বাসস্ট্যান্ড এলাকায় টহলরত পুলিশের কাছে হস্থান্তর করে গ্রেনেডগুলো। পুলিশ গ্রেনেড দুটি উদ্ধার করে নিষ্ক্রিয় করার জন্য বালতির পানিতে ডুবিয়ে রাখে।

শিশু তনিম ও তানভি বলেন, খেলতে গিয়ে ড্রেনের উপরে পলিথিনে মোড়ানো অবস্থায় পেলে খেলার জন্য নিয়ে আসি আমরা। সেগুলো বোমা বলায় পুলিশের কাছে হস্তান্তর করি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বান্দরবান পুলিশ সুপার মো. আবদুর রহমান জানান, উদ্ধার হওয়া গ্যাস গ্রেনেড দুটি পুলিশের। এগুলো মূলত মব ছত্রভঙ্গ করতে পুলিশ ব্যাবহার করে। গত ৫ আগস্ট যেহেতু বান্দরবান থানা আক্রান্ত হয়নি, সেহেতু গ্রেনেডগুলো বান্দরবান পুলিশের নয়। স্পষ্টত বুঝা যায় এগুলো অন্যজেলা থেকে পুলিশের লুট হওয়া গ্রেনেড। এতে আসন্ন নির্বাচনে কোনপ্রকার প্রভাব পড়বে না বলে দাবি করেন তিনি।

পূর্ববর্তী নিবন্ধজেসিআই চট্টগ্রামের নতুন নেতৃত্বের হাতে দায়িত্বের চেইন হস্তান্তর
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম কারাগারে আ.লীগের নেতার মৃত্যু