আজকের শিশুরা আগামীর ভবিষ্যৎ। দেশের প্রতিটি পাড়া মহল্লার মধ্য থেকে উঠে আসবে দেশ প্রধান, পুলিশ, সেনা, বিজিবি, নৌ, বিমান প্রধান। মেধা মননে আলোর মশাল নিয়ে, দেশের উচ্চ পদস্থে আসীন হয়ে দেশ ও জাতির অমূল্য সম্পদ হবে একদিন। শিশুদের সাথে হাসিমুখে কথা বলুন, তাদের ভালোবাসুন, আদর্শিক, আলোকিত জাতি চাইলে তাদেরকে ভালো কাজের প্রতি উদ্বুদ্ধ করুন। পরিবার সমাজ তথা রাষ্ট্রের উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম সব স্থানে শিশুদের সাথে ভালো আচরণ দিয়ে পথচলা হোক। আমরা যদি ভালো মনমানসিকতার আচরণ করি, তারাও ভালো মনমানসিকতায় বেড়ে উঠবে আর যদি আমরা নিজ স্বার্থের জন্য কাঁদা ছোঁড়াছুঁড়ি করি, দাঙ্গা হাঙ্গামা করি, তারাও সে পথে হাঁটবে, তাহলে সমাজে কোনদিন কেউ সুখী হবে না! শিশুরা পবিত্র হয় কিন্তু অমানুষেরা শিশুদের ব্যবহার করে তাদের জীবন নষ্ট করে দেয়! শিশুদেরকে ভালো শিক্ষা দিতে না পারলে সে শিশু পারে না সুবাস ছড়াতে!
মানুষ সৃষ্টির সেরা জীব হয়ে জন্ম নেয় ঠিকই, কিন্তু সেরা জীব হয়ে উঠার শ্রেষ্ঠ সময় টা হচ্ছে শিশুকাল। সুন্দর পৃথিবী বানাতে সুন্দর মন-মানসিকতার বিকল্প হতে পারে না, কিন্তু এই সুন্দর মন-মানসিকতার বিকাশ ঘটাতে পারে শিশু অবস্থায় একমাত্র বড়দের নৈতিকতায়। আমি আপনি ভুলে গেলে চলবে না আপনার আমার খারাপ কাজ সচক্ষে পরিদর্শন করছে আপনার পবিত্র শিশু, তাই সকল প্রকার অমানুষিক কাজ থেকে বিরত থাকতে হবে যাতে আপনার আমার পবিত্র প্রিয় সন্তান মানুষের মতো মানুষে পরিণত হয় নোংরা মন-মানসিকতা থেকে বিরত থাকে।