শিশুমেলার লালন স্মরণ উৎসব

আজাদী প্রতিবেদন | বুধবার , ২৬ অক্টোবর, ২০২২ at ৫:৫৫ পূর্বাহ্ণ

‘মানুষ ভজলে সোনার মানুষ হবি’ শিরোনামে শিশুমেলা আয়োজন করেছে লালন স্মরণ উৎসবের। এতে স্মরণ পরিষদের চেয়ারম্যান ডা. একিউএম সিরাজুল ইসলাম বলেন, লালন সারা পৃথিবীর বাঙালির সম্পদ। বহুমাত্রিক এক ব্যক্তিত্ব। তাঁর চেতনা অসামপ্রদায়িক চেতনা। এই চেতনা না থাকলে বাংলাদেশ থাকে না। আজ অনেক কিছু হয়েছে। কিন্তু সমাজ যদি অসামপ্রদায়িক ও মানবতাবাদী সমাজ না হয় তাহলে এসব অগ্রগতি টিকবে না। লালনের মানবতার বার্তা সারা দেশের মানুষের কাছে পৌঁছে দিতে হবে। তবেই বাংলাদেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাবে।
দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান বলেন, উপমহাদেশের মানবতার মহান পুরুষ লালন। বাউল সঙ্গীতে আলো ও মাধুর্য আছে। লালন সাঁইজি মানবতার প্রতীক।
উৎসবে স্বাগত বক্তব্য রাখেন শিশুমেলার উদ্যোক্তা পরিচালক রুবেল দাশ প্রিন্স। বক্তব্য পর্ব শেষে প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে উৎসব উদ্বোধন করা হয়। সেন্ট স্কলাস্টিকা স্কুলের সিনিয়র শিক্ষক মাগ্রেট মনিকা জিন্সের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সহসভাপতি সুনীল সরকার, প্রকৌশলী রূপক চৌধুরী, শিল্পী মানস পাল, ওয়ার্কার্স পার্টি চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক শরীফ চৌহান, সাংবাদিক প্রণব বল, খেলাঘর মহানগরী কমিটির সম্পাদকমণ্ডলীর সদস্য মোরশেদুল আলম চৌধুরী ও যুব নেতা শিবু প্রসাদ চৌধুরী। উৎসবে সঙ্গীত পরিবেশন করেন পাগলা বাবলু, জোহরা বাউল, হাবিবুর রহমান বাউল, চট্টগ্রামের লুপর্ণা মুৎসুদ্দী, প্রণয় ধর ও জয় দত্ত।

পূর্ববর্তী নিবন্ধচমেকে দুস্থ রোগীদের জন্য এপিক হেলথ কেয়ারের হুইল চেয়ার বিতরণ
পরবর্তী নিবন্ধসাংবাদিক হাউজিং সোসাইটিতে ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন