দুই দিনব্যাপী শিশুদের দেশের বৃহত্তম চিত্র প্রদর্শনী চটগ্রাম থিয়েটার ইনিস্টিটিউটে আগামী ১৬ অক্টোবর বিকাল ৩টা থেকে শুরু হবে। ১৭ অক্টোবর বিকাল তিনটায় জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত শিল্পী শওকত জাহানের সভাপতিত্বে চিত্র প্রদর্শনী উদ্বোধন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন। বিশেষ অতিথি থাকবেন কোতোয়ালী জোনের সহকারী পুলিশ কমিশনার মাহফুজুর রহমান, আমার দেশ পত্রিকার আবাসিক সম্পাদক জাহিদুল করিম কচি, দৈনিক আজাদীর চিফ রিপোর্টার হাসান আকবর, চট্টগ্রাম বন্দর হাসপাতালের সাবেক প্রধান চিকিৎসা কর্মকর্তা ডা. মোশাররফ হোসেন, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুন্নাহার বেগম এবং শিশু সংগঠক নুরুল আজিম হিরু। অংশগ্রহণকারী শিক্ষার্থীদের ১৭ অক্টোবর অনুষ্ঠানে পুরস্কার প্রদান করা হবে। প্রদর্শনী চলবে প্রতিদিন বিকাল ৩ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্ষন্ত। প্রেস বিজ্ঞপ্তি।