কোনো মামলায় অভিযুক্ত শিশুর অপরাধ যাই হোক না কেন, তাকে ১০ বছরের বেশি সাজা দেওয়া যাবে না বলে রায় দিয়েছে হাই কোর্ট। রায়ে বলা হয়েছে, শিশুর স্বীকারোক্তিমূলক জবানবন্দিও সাক্ষ্য হিসেবে গ্রহণযোগ্য হবে না। ‘মো. আনিস মিয়া বনাম রাষ্ট্র’ মামলায় হাই কোর্টের তিন সদস্যের বৃহত্তর বেঞ্চ থেকে এ রায় এসেছে। এ বেঞ্চে ছিলেন বিচারপতি মো. শওকত হোসেন, বিচারপতি মো. রুহুল কুদ্দস ও বিচারপতি এ এস এম আবদুল মোবিন। বিচারপতি শওকত হোসেন এরই মধ্যে অবসরে গেছেন। ২০১৯ সালের ২৮ আগস্ট এ রায় ঘোষণার পর সমপ্রতি ৬৪ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায়টি প্রকাশিত হয়েছে। খবর বিডিনিউজের।
একটি হত্যা মামলায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ও ১৯৭৪ সালের শিশু আইনে ২০১১ সালে ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪ এবং শিশু আদালতের রায়ে এক শিশুকে ১০ বছরের সাজা দেওয়া হয়। অন্য কয়েকজন আসামিকে দেওয়া হয় মৃত্যুদণ্ড। পরে ১০ বছরের সাজার বিরুদ্ধে শিশুটির পক্ষে হাই কোর্ট আপিল করা হয়।