সিএমপি কমিশনার কৃষ্ণপদ রায় বলেন, বর্তমান শিক্ষাবান্ধব সরকারের আমলে প্রতিটি শিশুর শিক্ষা লাভের সুযোগ অবারিত। প্রবর্ত্তক সংঘ শিশু সদনের শিক্ষার্থীরা নতুন প্রজন্ম হিসেবে প্রাতিষ্ঠানিক শিক্ষা শেষ করে সুনাগরিক হিসেবে দেশের সেবায় আত্মনিয়োগ করতে হবে। গতকাল বুধবার বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ চট্টগ্রাম জেলা আয়োজিত বিজয়ার শুভেচ্ছা বিনিময় ও মিষ্টি বিতরণ অনুষ্ঠানে তিনি একথা বলেন। সিএমপি কমিশনার বলেন, প্রতিটি শিশুর মধ্যেই সুপ্ত প্রতিভা রয়েছে। শিক্ষা গ্রহণ শেষে প্রতিভা বিকাশের মাধ্যমে তারা সমাজে উল্লেখ্যযোগ্য অবদান রাখতে পারবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি সিএমপি কমিশনারের সহধর্মিণী রীতা দাশকে সাথে নিয়ে শিশুদের সাথে কেক কাটেন সিএমপি কমিশনার এবং বিজয়ার মিষ্টি বিতরণ করেন। পরিষদের সভাপতি শ্যামল কুমার পালিতের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রবর্ত্তক সংঘ পরিচালনা পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইন্দুনন্দন দত্ত, পরিষদের প্রাক্তন সভাপতি অধ্যাপক নারায়ণ কান্তি চৌধুরী, প্রাক্তন সাধারণ সম্পাদক এড. নিতাই প্রসাদ ঘোষ। উপস্থিত ছিলেন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বজিৎ পালিত, সমাজকল্যাণ সম্পাদক বিকাশ মজুমদার, আওয়ামী লীগ নেত্রী সুচিত্রা গুহ টুম্পা প্রমুখ। প্রবর্ত্তক সংঘ শিশু সদনের প্রায় ৬৫০ জন ছাত্র-ছাত্রীদের মধ্যে বিজয়া দশমী উপলক্ষে মিষ্টি বিতরণ করেন বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ চট্টগ্রাম জেলা। প্রেস বিজ্ঞপ্তি।