শিশুদের মৃগী রোগ নিয়ে পার্কভিউ হসপিটালে সায়েন্টিফিক সেমিনার

| বৃহস্পতিবার , ১২ অক্টোবর, ২০২৩ at ১০:৪৪ পূর্বাহ্ণ

মৃগী রোগ স্নায়ুতন্ত্রের একটি দীর্ঘস্থায়ী জটিল রোগ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, বাংলাদেশে ১.৫ থেকে ২ মিলি খিঁচুনি রোগী রয়েছে। বাচ্চাদের এ রোগ হওয়ার সম্ভাবনা বেশি। সামপ্রতিক এক জাতীয় পর্যায়ের গবেষণার দেখা যায় বাংলাদেশের শিশুদের ক্ষেত্রে (১৭ বছর) মৃগী রোগী ১১./১০০০ জন। তাই শিশু মৃগী রোগ নিয়ে সচেতনতা সৃষ্টিতে এক গুরুত্বপূর্ণ সায়েন্টিফিক সেমিনার পার্কভিউ হসপিটালের সম্মেলন কক্ষে গতকাল বুধবার দুপুর অনুষ্ঠিত হয়।

ডা. মেরিনা আরজুমান্দের সঞ্চালনায় অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন চমেকের শিশু নিউরোলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. মো. আলাউদ্দিন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চমেক মেডিসিন বিভাগের সাবেক বিভাগীয় প্রধান প্রফেসর ডা. এম এ হাসান চৌধুরী। প্যানেল এক্সপার্টস হিসেবে ছিলেন, প্রফেসর ডা. মো. হাসানুজ্জামান (বিভাগীয় প্রধান নিউরোলজি বিভাগ, চমেক), প্রফেসর ডা. মো. রেজাউল করিম, প্রফেসর ডা. এ কে এম. রেজাউল করিম ও ডা. মো. মহিতুল ইসলাম। সভাপতিত্ব করেন পার্কভিউ হসপিটালের ম্যানেজিং ডাইরেক্টর ডা. এ টি এম রেজাউল করিম। উপস্থিত ছিলেন চমেক শিশু কিডনি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ডা. বিমল চন্দ্র দাস, মেডিসিন বিশেষজ্ঞ ডা. এ এস এম জাহেদ, ডা. মো. রেজাউল করিম ও ডা. মো. ইউসুফ। সেমিনারে মূল বক্তা পেডিয়াট্রিক এপিলেপসির লেটেস্ট ডেভেলপমেন্ট নিয়ে তথ্যবহুল বক্তব্য প্রদান করেন। প্রধান অতিথি ডা. এম এ হাসান চৌধুরী এই জটিল চিকিৎসা সমস্যা মোকাবেলায় আন্তঃবিভাগীয় সহযোগিতার গুরুত্বের উপর জোর দেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসিবিইউএফটির প্রথম সিন্ডিকেট সভা
পরবর্তী নিবন্ধসাতকানিয়ায় ইয়াবাসহ ৩ মাদক বিক্রেতা গ্রেপ্তার