শিশুদের মানসিক বিকাশে শিল্পচর্চার বিকল্প নেই : ডিসি

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ৪ এপ্রিল, ২০২৩ at ৫:৩৮ পূর্বাহ্ণ

চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেন, স্মার্ট বাংলাদেশ গড়তে নারীপুরুষ সকলকে ভূমিকা পালন করতে হবে। ভবিষ্যৎ প্রজন্ম হিসেবে শিশুদের উন্নত মানসিকতায় স্মার্ট করে গড়ে তুলতে ইতিবাচক আর্ট ও কালচারে বিকশিত হতে হবে যার মাধ্যম হবে শিল্প। তাই শিশুদের মানসিক বিকাশে ও সহিংসতা রোধে শিল্পচর্চার বিকল্প নেই।

গতকাল নগরীর রেডিসন ব্লু হোটেলে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, ইউনিসেফ এবং ইউরোপীয় ইউনিয়নের সহায়তায় কমিউনিটি আর্টের মাধ্যমে সহিংসতা প্রতিরোধে একটি উদ্ভাবনী পদ্ধতির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শিশু ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধের অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়।

জেলা প্রশাসক আরও বলেন, শিল্প হতে পারে এমন একটি উপাদান যা একটি সমন্বিত ও স্মার্ট বাংলাদেশ গড়তে সাহায্য করতে পারে। শিল্প শিশুদের জন্য তাদের আবেগ প্রকাশের একটি কার্যকর হাতিয়ার এবং এই উদ্যোগ নেওয়ার জন্য মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় ও ইউনিসেফকে ধন্যবাদ জানান। এই উদ্যোগকে সফল করতে তিনি সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

বিশেষ অতিথির বক্তব্যে ইউনিসেফ বাংলাদেশের চাইল্ড প্রোটেকশন ম্যানেজার এলিসা ক্যাল্পোনা বলেন, ইউনিসেফ মানুষকে সংযুক্ত করতে এবং শিশুদের জন্য একটি সুরক্ষামূলক পরিবেশ গড়ে তোলার জন্য শিল্পের শক্তিতে বিশ্বাস করে। এই উদ্যোগটি গ্রাম পর্যায় পর্যন্ত একটি জাতীয় শিশু সুরক্ষা ব্যবস্থা শক্তিশালী করবে। এই অনুষ্ঠানের সভাপতিত্ব করেন এক্সিলারেটিং প্রোটেকশন ফর চিলড্রেন (এপিসি) এর প্রকল্প পরিচালক এস এম লতিফ। তিনি সহিংসতা প্রতিরোধে এই জাতীয় কর্মসূচির জন্য ইউনিসেফকে ধন্যবাদ জানান।

পূর্ববর্তী নিবন্ধচিত্রশিল্পী কনক চাঁপা চাকমাকে সংবর্ধনা ও আর্ট ক্যাম্প
পরবর্তী নিবন্ধবিভিন্ন স্থানে খাদ্য সামগ্রী ও ইফতার বিতরণ