নন্দীরহাট লোকনাথ ব্রহ্মচারী সেবাশ্রম প্রাঙ্গণে বাগীশিক হাটহাজারী উপজেলা সংসদের উদ্যোগে দেব শিশুদের মাঝে শারদ উপহার বিতরণ অনুষ্ঠান গত ১৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়। বাগীশিক হাটহাজারী উপজেলা সংসদের সভাপতি চন্দন নাথের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শ্যামসুন্দর বৈষ্ণবের পরিচালনায় অনুষ্ঠানে অতিথি ছিলেন লোকনাথ ব্রহ্মচারী সেবাশ্রম চট্টগ্রাম কেন্দ্র পরিচালনা পর্ষদের সভাপতি প্রকৌশলী ঝুলন কুমার দাশ, সাধারণ সম্পাদক অধ্যাপক টিংকু চৌধুরী, পরিমল কান্তি নাথ, কৃষ্ণ পদ চৌধুরী, অধ্যাপক সুব্রত কুমার নাথ, নারায়ণ গোস্বামী, রতন দাশ। পবিত্র গীতা পাঠ করেন সুদীপ নাথ।
বক্তব্য রাখেন দেন রুবেল চন্দ্র নাথ, সুজন বণিক, প্রবাস বিকাশ রুদ্র, সজিত নাথ, টিপলু নাথ, নৃপেণ আচার্য্য, সাথী গুপ্তা, যীশু শীল, রুবেল বণিক। প্রেস বিজ্ঞপ্তি।