শিশুদের মনোবিকাশে প্রয়োজন নৈতিক শিক্ষা

আল রাওয়া স্কুলের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মেয়র

| শুক্রবার , ২০ ডিসেম্বর, ২০২৪ at ৭:২৪ পূর্বাহ্ণ

নৈতিক শিক্ষা শিশুদের মনোবিকাশ ঘটিয়ে তাদের প্রকৃত মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষে পরিণত করে বিধায় স্কুল পর্যায়েই শিশুদের নৈতিক শিক্ষায় শিক্ষিত করা প্রয়োজন বলে মন্তব্য করেছেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন। গতকাল বৃহস্পতিবার পাঁচলাইশস্থ আল রাওয়া ইংলিশ স্কুলের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন মেয়র। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র শাহাদাত হোসেন বলেন, আজকের শিশুরাই আগামীতে জাতিকে নেতৃত্ব দিবে। শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি প্রতিটি পরিবারকেও ভূমিকা রাখতে হবে একাডেমিক শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষা নিশ্চিতের বিষয়ে। কারণ নৈতিক শিক্ষা শিশুদের মনোবিকাশ ঘটিয়ে তাদের প্রকৃত মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষে পরিণত করে।

স্কুল প্রাঙ্গণে প্রিন্সিপাল নিশাত কাদেরীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন গ্লোবাল ফোরামের চেয়ারম্যান ও চট্টগ্রাম কর আইনজীবী সমিতির সভাপতি মো. আবু তাহের, গ্লোবাল ফোরামের ম্যানেজিং ডিরেক্টর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্ট সায়েন্সের প্রফেসর ড. চৌধুরী মোহাম্মদ মনিরুল হাসান, পুলিশের ডিআইজি মো. মোসলিম উদ্দিন, বিশিষ্ট চাইল্ড সাইকোলজিস্ট ডা. নুরুল আমিন, গ্লোবাল ফোরামের ডিরেক্টর ডা. মোহাম্মদ আবদুল্লা খান প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে নৈতিক শিক্ষার উপর গুরুত্বারোপ করে মেয়র বলেন, আমরা মৌলিক শিক্ষা নৈতিক শিক্ষার উপর কিন্তু অতটা জোর দিচ্ছি না। একজন মানুষ একজন ভালো ডাক্তার হয়তোবা হতে পারে পড়াশোনা করে। কিন্তু ভালো ডাক্তার হয়ে যদি আমি বিনামূল্যে একটা গরিব রোগীকে চিকিৎসা না করি সেক্ষেত্রে আমার ভালো ডাক্তারের আর কোন মূল্যায়ন থাকে না। ঠিক তেমনি প্রতিটি প্রফেশনে আমি যদি মানবতাটা দেখাতে না পারি তাহলে কিন্তু সেটার কোন দাম থাকে না। এই শিক্ষাটাই আপনারা দিতে চেষ্টা করবেন যাতে শিক্ষার্থীরা সে মানুষের মত মানুষ হতে পারে। অনুষ্ঠানের শেষে মেয়র ডা. শাহাদাত হোসেন বার্ষিক পরীক্ষা প্রথম স্থান অর্জনকারী শিক্ষার্থীদের হাতে সনদপত্র তুলে দেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবন্দরের নিরাপত্তায় সেইফ গার্ড মহড়া
পরবর্তী নিবন্ধর‌্যাঙ্কিংয়ের শীর্ষে থেকে বছর শেষ আর্জেন্টিনার