সাহিত্যিক ড. পবিত্র সরকার পুরস্কারপ্রাপ্ত সাহিত্যিকদের অভিনন্দন জানিয়ে এবং প্রশ্ন রেখে বলেছেন, শিশুসাহিত্যিকরা যে শিশুদের নিয়ে মহৎ কাজ করছেন তাদের অবস্থা কি ভাল? পৃথিবীতে ছোটদের অবস্থা ভাল ছিল না, এখনও নয়। কবি কবিতা লিখেছেন, ‘শিশুদের বাসযোগ্য করে যাব আমি’। কিন্তু এখনও এ পৃথিবী শিশুদের বাসযোগ্য হয়ে ওঠেনি। একদিকে কিছু মানুষ শিশুদের ধ্বংস করার যুদ্ধে লিপ্ত অন্যদিকে শিশুসাহিত্যিকরা শিশুদের বাঁচানোর জন্য লড়াই করে যাচ্ছেন। বাংলাদেশ শিশুসাহিত্য একাডেমির আয়োজনে শেখ রাসেল বইমেলা ও শিশুসাহিত্য উৎসবের দ্বিতীয় দিন গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় চট্টগ্রাম শিল্পকলা একাডেমিতে বাংলাদেশ শিশুসাহিত্য একাডেমি সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এতে সভাপতিত্ব করেন কবি–শিশুসাহিত্যিক তপংকর চক্রবর্তী। আলোচনায় অংশ নেন কবি ও শিশুসাহিত্যিক সুজন বড়ুয়া, কথাসাহিত্যিক বিশ্বজিৎ চৌধুরী, কবি ও শিশুসাহিত্যিক ওমর কায়সার। সূচনা বক্তব্য দেন কবি ও শিশুসাহিত্যিক অরুণ শীল। অনুভূতি ব্যক্ত করেন সম্মাননাপ্রাপ্ত লেখক অজয় দাশগুপ্ত, ফারুক হোসেন, আহসান মালেক, কেশব জিপসী ও রমজান মাহমুদ। সঞ্চালক ছিলেন বাচিকশিল্পী আয়েশা হক শিমু ও কবি রাশেদ রউফ। অনুষ্ঠানে প্রধান অতিথি ড. পবিত্র সরকার সম্মাননাপ্রাপ্ত শিশুসাহিত্যিকদের হাতে নগদ অর্থ, ক্রেস্ট, সনদ ও উত্তরীয় তুলে দেন।
এছাড়া শিশুসাহিত্যিক উৎপলকান্তি বড়ুয়া সম্মাননাপ্রাপ্তদের নিয়ে স্বরচিত ছড়া স্বহস্তে লিখিত শুভেচ্ছাস্মারক তুলে দেন। উপহার সামগ্রী তুলে দেন লায়ন রাজীব সিনহা ও অনন্যধারা পত্রিকা তুলে দেন সম্পাদক রুনা তাসমিনা। সম্মাননাপ্রাপ্ত কবিদের কবিতা থেকে আবৃত্তি করেন আবৃত্তিশিল্পী সুবর্ণা চৌধুরী, দিলরুবা খানম, তহুরা পিংকি, প্রতিমা দাশ, হৈমন্তী তালুকদার। এর আগে সন্ধ্যা ৬টায় আমার ভাবনায় শেখ রাসেল (১ম পর্ব) বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রাবন্ধিক, কবি ডা. প্রণব কুমার চৌধুরী।
আলোচক ছিলেন ড. শ্যামল কান্তি দত্ত, ড. নারায়ন বৈদ্য, গাজী মোহাম্মদ নুরউদ্দীন, মো. জসীম উদ্দিন চৌধুরী। বিকেল সাড়ে ৫টায় কবি ও ছড়াশিল্পী সৈয়দ খালেদুল আনোয়ারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় শেখ রাসেলকে নিয়ে ছড়া–কবিতা পাঠ।
এতে অংশ নেন অজয় বড়ুয়া, অপু চৌধুরী, অপু বড়ুয়া, আখতারুল ইসলাম, আনোয়ারুল হক নূরী, আবুল কালাম বেলাল, আয়েশা পারভীন চৌধুরী, এয়াকুব সৈয়দ, কানিজ ফাতিমা, কুতুবউদ্দিন বখতেয়ার, কোহিনুর শাকি, জুবাইর জসীম, সুবর্ণা দাশ মুনমুন প্রমুখ। বিকেল সাড়ে ৪টায় অনুষ্ঠিত হয় শেখ রাসেল আবৃত্তি প্রতিযোগিতা (খ বিভাগ)। প্রেস বিজ্ঞপ্তি।