শিশুদের বাঁচাতে প্রাণ দেওয়া দুই শিক্ষক পাবেন রাষ্ট্রীয় সম্মান

| শুক্রবার , ২৫ জুলাই, ২০২৫ at ৪:৪৩ পূর্বাহ্ণ

রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার পর অগ্নিকুণ্ড থেকে শিশুদের বাঁচাতে গিয়ে প্রাণ দেওয়া দুই শিক্ষক মাহেরিন চৌধুরী ও মাসুকা বেগমকে রাষ্ট্রীয় সম্মাননা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। গতকাল বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের নিয়মিত বৈঠকে এ সিদ্ধান্ত হয়। দুই শিক্ষকের ব্যাপারে সেখানে বলা হয়, তারা চাইলে সেদিন আগে বের হতে পারতেন। কিন্তু তার বদলে তারা আটকা পড়া শিশুগুলোকে নিরাপদে বের করে দেওয়ার চেষ্টা করেন। এভাবে অনেক মায়ের কোল তারা বাঁচিয়ে গেলেও নিজেরা বাঁচতে পারেননি। খবর বিডিনিউজের।

প্রধান উপদেষ্টার দপ্তর থেকে জানান হয়, বৈঠকের শুরুতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে শোক প্রস্তাব গৃহীত হয়। তাদের আত্মার প্রতি সম্মান জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। নিহতদের রুহের মাগফিরাত কামনা করে মোনাজাতও করা হয় বৈঠকে। পরিষদের বৈঠকে মর্মান্তিক এ দুর্ঘটনায় নিহতদের পরিবার এবং আহতদের চিকিৎসা সেবায় সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সব সহায়তা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এ লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয় স্কুল কর্তৃপক্ষের সাথে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করবে। প্রধান উপদেষ্টার দপ্তর বলেছে, উপদেষ্টা পরিষদের বৈঠকে স্কুলের নিহত দুজন শিক্ষককে রাষ্ট্রীয় সম্মাননা প্রদানের সিদ্ধান্ত হয়েছে। এই সম্মাননার বিস্তারিত অতিদ্রুত নির্ধারণ করা হবে।

এদিকে নিহতদের আত্মার মাগফিরাত এবং আহতদের সুস্থতা কামনা করে শুক্রবার সব ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনা করার সিদ্ধান্ত হয়েছে। ধর্ম মন্ত্রণালয় এ বিষয়ে প্রয়োজনীয় সমন্বয় করবে বলে প্রধান উপদেষ্টার দপ্তর জানিয়েছে।

পূর্ববর্তী নিবন্ধসাবেক প্রধান বিচারপতি খায়রুল হক গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধবিক্ষোভকারীদের ওপর গুলি চালানোর নির্দেশ দেন হাসিনা