শিশুদের নিয়ে সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করতে চাই

শিশু একাডেমিতে বিশ্ব শিশু অধিকার সপ্তাহের সমাপনী

| বুধবার , ১৫ অক্টোবর, ২০২৫ at ৫:৪৪ পূর্বাহ্ণ

জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) মো. কামরুজ্জামান বলেছেন, নতুন প্রজন্মের শিশুরা নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছে। তাদেরকে নিয়ে আমরা আগামীতে বাসযোগ্য সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করতে চাই। এ জন্য প্রত্যেক শিশুর প্রতি আমাদের আন্তরিক হতে হবে। কোন শিশু যেন আনন্দবিনোদন থেকে বঞ্চিত না হয় সে বিষয়টি অধিক গুরুত্বের সাথে দেখতে হবে। তাদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে পড়ালেখার পাশাপাশি নীতিনৈতিকতা শেখাতে হবে। তিনি গতকাল মঙ্গলবার জেলা শিশু একাডেমি আয়োজিত বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের সমাপনী অনুষ্ঠানে আলোচনা সভা, পুরস্কার, সনদপত্র বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয় ও জেলা শিশু একাডেমি আয়োজিত দিবসটির এবারের প্রতিপাদ্য বিষয় ছিল ‘শিশুর কথা শুনব আজ, শিশুর জন্য করব কাজ’। জেলা প্রশাসন ও এনজিও সমূহের সহযোগিতায় প্রশিক্ষক পলাশ কুমার দেবের পরিচালনানায় ও ফজলে আমীন শাওনের পরিচালনায় দলীয় নৃত্য, সঙ্গীত প্রশিক্ষক মিলন কান্তি মজুমদার ও সঙ্গীত প্রশিক্ষক লিটন কান্তি সেনের পরিচালনায় পরিচালনায় দলীয় সঙ্গীত পরিবেশন করা হয়। এছাড়া একাডেমির শিক্ষার্থীরা আবৃত্তি পরিবেশন করেন। এছাড়া বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উপলক্ষে একাডেমিতে আয়োজিত বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার হিসেবে ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করেন অনুষ্ঠানে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ। একাডেমির জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. মোছলেহ্‌ উদ্দিনের সভাপতিত্বে ও একাডেমির প্রশিক্ষক তানভীরুল ইসলাম নাহিদের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ফাহমুন নবী,ইলমা’র প্রধান নির্বাহী জেসমিন সুলতানা পারু, বনফুলের নির্বাহী পরিচালক রেজিয়া বেগম ও স্বপ্নীলের নির্বাহী পরিচালক মোহাম্মদ আলী শিকদার। বক্তব্য রাখেন শিশু একাডেমির আবৃত্তি বিভাগের শিক্ষার্থী সামন্ত বড়ুয়া ও অধরা রোদসী চৌধুরী।

সভাপতির বক্তব্যে শিশু একাডেমির জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. মোছলেহ্‌ উদ্দিন বলেন, শিশুদেরকে বৈষম্যমুক্ত অসাম্প্রদায়িক চেতনায় বেড়ে উঠার সুযোগ সৃষ্টি করে দিতে হবে। আমরা শিশুর কথা শুনব, মানবিক বাংলাদেশ গড়বএটাই হোক সকলের কাম্য।

বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে সহযোগিতায় ছিল ওয়ার্ল্ড ভিশন, ইপসা, মমতা, ঘাসফুল, কারিতাস, ব্র্যাক, কিডস্‌ কালচারাল ইনস্টিটিউট, বনফুল, কোডেক, অপরাজেয় বাংলাদেশ, প্রত্যাশী, ব্রাইট বাংলাদেশ ফোরাম, উষা নারী উন্নয়ন সংস্থা, সংশপ্তক, ইকো ফাউন্ডেশন, টিআইবি, এসওএস শিশু পল্লী, স্বপ্নীল ব্রাইট ফাউন্ডেশন, যুগান্তর সমাজ উন্নয়ন সংস্থা, ইলমা, দৃষ্টি ও ভোরের আলো। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসাংবাদিকের উপর হামলার প্রতিবাদে পিজা’র মানববন্ধন
পরবর্তী নিবন্ধসৈয়দ গোলামুর রহমান মাইজভাণ্ডারীর (ক.) ১৬৩ তম বার্ষিক খোশরোজ সম্পন্ন