শিশুদের টিকা দেওয়া হবে নির্ধারিত স্কুলে : স্বাস্থ্যমন্ত্রী

| মঙ্গলবার , ১৬ আগস্ট, ২০২২ at ১০:২১ পূর্বাহ্ণ

হাসপাতালে নয়, ৫ থেকে ১১ বছর বয়সী শিশুদের কোভিড টিকা নির্ধারিত স্কুল কেন্দ্রে দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেছেন, প্রথম ধাপে সিটি করপোরেশন এলাকার স্কুলগুলোকে এ জন্য প্রস্তুত করা হচ্ছে। কোন কোন স্কুলে টিকা দেওয়া হবে তা শিক্ষা বিভাগ জানিয়ে দেবে। গতকাল সোমবার রাজধানীর জাতীয় ক্যান্সার ইনস্টিটিউট ও হাসপাতালে জাতীয় শোক দিবসের আলোচনা শেষে সাংবাদিকদের সঙ্গে তিনি কথা বলছিলেন। খবর বিডিনিউজের।
গত ১১ অগাস্ট বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ঢাকার আবুল বাশার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১৭ শিক্ষার্থীকে পরীক্ষামূলকভাবে করোনাভাইরাসের টিকা দেওয়া হয়েছে। শিশুদের জন্য বিশেষভাবে তৈরি ফাইজারের এই টিকাদান কার্যক্রম পুরোদমে শুরু হবে ২৫ অগাস্ট। শুরুতে হাসপাতাল কেন্দ্রে শিশুদের টিকা দেওয়ার কথা জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। শিশুদের টিকার জন্য সুরক্ষা ওয়েবসাইটে গিয়ে নিবন্ধনের সময় কেন্দ্র হিসেবে বিভিন্ন হাসপাতাল বাছাই করতে হত। সেই সিদ্ধান্ত পরিবর্তনের কথা জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক গতকাল বলেন, ‘স্কুলে টিকা দেওয়ার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। কোন কোন স্কুলে টিকা দেওয়া হবে তা শিক্ষা বিভাগ জানাবে। আমরা সেখানে টিকা নিয়ে যাব।’

পূর্ববর্তী নিবন্ধবঙ্গবন্ধুর মতো জনপ্রিয় নেতা পৃথিবীতে বিরল
পরবর্তী নিবন্ধবিশ্ব-ইতিহাসে বঙ্গবন্ধুর খুনিরা চিরকাল ঘৃণিত হয়ে থাকবে : ড. অনুপম সেন