শিশুদের জীবন নিয়ে ছিনিমিনি খেলা

| বৃহস্পতিবার , ১৮ ফেব্রুয়ারি, ২০২১ at ১০:১৬ পূর্বাহ্ণ

কোরবানীগঞ্জ, মাস্টারপুল, মিয়াখাঁননগর, বাকলিয়াসহ নগরীর বিভিন্ন রাস্তাঘাটে, অলি গলিতে লক্ষ্য করলে দেখা যায় অবুঝ শিশুরা সাইকেল চালাচ্ছে অবাধে। কেউ তাদের বাধা দিচ্ছে না। দিলেও শিশুরা কর্ণপাত করছে না। এক শ্রেণীর অর্থ লিপ্সু ব্যবসায়ী শিশুদের জীবন নিয়ে ছিনিমিনি খেলা খেলছে। সামান্য ক’টি টাকার জন্য শিশুদের হাতে তুলে দিচ্ছে মৃত্যুফাঁদ। ঘণ্টা চুক্তি সাইকেল ভাড়া দিয়ে দু’পয়সা কামানোর ব্যবসা আগেও ছিল। কিন্তু জীবন নিয়ে খেলা করার সাহস কেউ করেনি।
একেবারেই লক্কর ঝক্কর মার্কা ভাড়ার সাইকেল নিয়ে সদর রাস্তায় বেপরোয়াভাবে চলাচল করছে ১০/১২ বৎসরের বাচ্চারা। অপরিণত এসব বাচ্চারা প্রতি মুহূর্তেই মনে হয় গাড়ির চাকায় পিস্ট হবে। ভাগ্যের জোরে বেঁচে যাচ্ছে। হয়তো প্রাণে মারা যাচ্ছে না। কিন্তু মারাও যেতে পারে। নগরকর্তা ও ট্রাফিক পুলিশকে এ ব্যাপারে ব্যবস্থা নিতে হবে আর কাল বিলম্ব না করে। অন্যথায় অবুঝ শিশুরা রাস্তায় মারা পড়বে যে কোন সময়।
এম. এ. গফুর, বলুয়ার দীঘির দক্ষিণ-পশ্চিম পাড়, কোরবানীগঞ্জ, চট্টগ্রাম ।

পূর্ববর্তী নিবন্ধআরব কথাসাহিত্যিক তায়েব সালেহ
পরবর্তী নিবন্ধএকজন সমুজ্জ্বল সুবাতাস