কবি ও গল্পকার শিউলী নাথের কিশোর গল্পগ্রন্থ ‘অনি, অথৈ ও সকালদের গল্প’ এর প্রকাশনা উৎসবে বক্তারা বলেছেন, শিশুদের জন্য লিখতে গেলে শিশু মনস্তত্ব আয়ত্ত করে নিতে হয়।
গত ১০ জুন চট্টগ্রাম একাডেমির ফয়েজ নুরনাহার মিলনায়তনে কবি সাহিত্যিক ও সাংবাদিক রাশেদ রউফের সভাপতিত্বে প্রকাশনা উৎসবে আলোচক ছিলেন ড. আনোয়ারা আলম, প্রফেসর রীতা দও ও ড. শামসুদ্দিন শিশির। অনুষ্ঠান উদ্বোধন করেন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর নারায়ণ চন্দ্র নাথ।
ড. আনোয়ারা আলম বলেছেন, আমাদের দেশে শিশুসাহিত্য চর্চা হচ্ছে প্রচুর। বিশেষ করে চট্টগ্রামকে আমরা শিশুসাহিত্যের শহর বলি। শিশুসাহিত্যকে ঘিরে প্রচুর ছড়া, কবিতা, গল্প চর্চা হচ্ছে। শিউলী নাথের এ গ্রন্থে দশটি গল্প আছে। গল্পগুলোর বিষয়বস্তু হিসেবে আছে শিশু মনস্তত্ত্ব, মানবিকতা, মুক্তিযুদ্ধ, নৈতিক শিক্ষা, সৃজনশীলতা, মা বাবা শিক্ষকের প্রতি শ্রদ্ধা এবং আছে বৃদ্ধাশ্রম। শিশুর মনোজগৎকে সমৃদ্ধ করার লক্ষ্যে শিশুর মনজগতে শুভ বোধটি গঠিত করার লক্ষ্যে শিউলি নাথের গল্পগুলো বড় উপাদান হিসেবে কাজ করবে।
স্বাগত বক্তব্য রাখেন অধ্যাপক শিপন চন্দ্র দেবনাথ। বক্তব্য রাখেন এলিমেন্টারী স্কুলের প্রধান শিক্ষক জয় সেন, বিচিত্রা সেন, নাঈমা শেলী, মহসীন চৌধুরী, দীপেন চৌধুরী, তরুণ কান্তি বড়ুয়া। অনুভূতি ব্যক্ত করেন শিউলী নাথ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন অধ্যাপক কাঞ্চনা চক্রবর্তী। প্রেস বিজ্ঞপ্তি।